আসলে ভাই আমরা যখন ছোট ছিলাম তখন আমাকে ডেকে নিয়ে আমার বড় চাচা এবং আমার বড় ভাই সালামি দিত। এখন বড় হয়েছি আর তাদের কাছ থেকে সালামি পাই না। তবে তাদের কাছ থেকে এখন চেয়ে নিয়েছিলাম, কিন্তু চেয়ে নেওয়ার মধ্যে কোন আনন্দ নেই। তারপরেও আমি যা পেয়ে ছিলাম তার তিনগুণ বেশি আমাকে দিতে হয়েছে। কারণ আমার ছোট ভাই, বোনরা এখন আমাকে বলে তুমি অনেক বড় হয়ে গেছিস, এখন তুমি আমাদের সালামি দিবা। যাই হোক তাদের সালামি দিতে পেরে আমার খুবই ভালো লেগেছে আসলে এটা অনেক আনন্দের বিষয়।