RE: শিয়াল পন্ডিতের পাঠশালা এবং নতুন ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা
অন্তত আমার বাংলা ব্লগের সকল প্রফেসর এটা বিশ্বাস করেন, দ্রুত পাশ করানোটা আমাদের কামনা না, বেশী সংখ্যক ইউজার ভেরিফাইড করে ক্রেডিট নেয়াটা আমাদের উদ্দেশ্য না।
ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। এই পোষ্টের মাধ্যমে এখন ভেরিফাইড এবং লেভেলে থাকা ইউজাররা অনেকটাই উৎসাহিত হবে। কারণ লেভেলে থাকা ইউজারদের উদ্দেশ্যই এবিবি স্কুল খোলা হয়েছে। তাদের জন্য কঠোর পরিশ্রম করা হচ্ছে। এডমিনরা মডারেটরা কঠর পরিশ্রম করে তাদের ক্লাস নিচ্ছে। আর তারা ঠিক ভাবে উপস্থিত থাকে না এবং একবার দুইবার পরীক্ষা দিয়ে হতাশ হচ্ছে। পরবর্তীতে পরীক্ষা দিতে চাচ্ছে না। আসলে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। আর এই শিক্ষা নিজের যোগ্যতা এবং নিজের ইচ্ছায় করতে হবে। কাউকে জোর করে কোন কিছু করানো যায় না। আসলে ভেরিফাইড মেম্বার হতে হলে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হয়।আর আমাদের এডমিনরা কঠোর পরিশ্রম করছে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমি বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে চেষ্টা করুন, তাহলে অবশ্যই সফল হবেন।