পটল সব থেকে আমি ভালো খাই ভাজা করে, আর তরকারিতে মাছ না হলে আমার কাছে লাগে বিরক্ত সত্যি কথা বলতে গেলে। পটল এর খোসা না ফেলেও খাওয়া যায় ভাজা করে।
দাদা পটল দিয়ে আপনি মজাদার শোল মাছের রেসিপি তৈরি করেছেন। তবে পটল রেসিপি তরকারি চাইতে ভাজি আমার কাছে বেশি পছন্দ। কারণ যখন ভাজি করা হয়, তখন এই পটল ভাজি গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার লাগে। তবে আমি গরম ভাতের সাথে পটল ভাজি খাওয়ার আগে এমনি এমনি পটল ভাজি খেতে পছন্দ করি। আর কচি কচি পটল দিয়ে তরকারি রেসিপি খেতে খুবই মজা। যাইহোক আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। পটল দিয়ে বিশেষ করে শোল মাছের রেসিপি খেতে খুবই মজাদার। আপনার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।