RE: রানার প্লাজার ফুড কোর্টে কিছুসময় || @shy-fox 10% beneficiary
বড়লোকদের রেস্তোরাঁয় এসেছি খাওয়া-দাওয়া করার জন্য । যেহেতু পয়সা দিয়ে এখানে খাওয়া-দাওয়া করব , তাই একটু এদিক-সেদিক ঘোরাফেরা করার চেষ্টা করছি । আমাদের অবশ্য বাপ-বেটার কাহিনী দেখে, অনেকেই বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল।
ভাইয়া আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। গত পর্বে আপনার ভিডিও এবং লেখা ঈদ শপিং পড়ে অনেক ভালো লেগেছিল। আজকে পরিবার নিয়ে খুবই সুন্দর একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আসলে পরিবারের সকলকে নিয়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থা খুবই আনন্দের। টাকা-পয়সা ফুরালেও আনন্দটা অনেক বড় পাওয়া। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে আপনারা বাপ বেটা মিলে অনেক আনন্দ করিতেছিলেন পাশের লোকজন হয়তো তাকিয়ে ছিল, কিন্তু তাতে কোনো পাত্তা দেননি। আসলে বাপ বেটার আনন্দময় মুহূর্ত অন্যরকম। খুবই ভালো লাগলো। আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইল এবং সুস্থতা কামনা করছি।
হুম এটা সত্য কথা যে, আমরা পারিবারিকভাবে বেশ ভালো সময় কাটিয়েছি । বিশেষ করে আমি ও আমার বাবু । কারণ আমরা অনেক স্বাধীনভাবে ঘোরাফেরা করেছি সেই সময়টাতে এবং আমাদের মুহূর্তটা অনেক ভাল ছিল ।