RE: সেলসম্যান || @shy-fox 10% beneficiary
বোবা শহরে কেউ কারো কথা শোনে না বা কেউ কারো কথা রাখে না।
ভাই আসলেই বোবা শহরে কেউ কারো কথা শোনে না। কেউ কারো কান্না শুনে না। সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত। আপনার পোস্টটি পড়ে আজকে আমার খুবই খারাপ লাগলো। আসলে আমরা মানুষ এরকমই কারো। কষ্টকে কষ্ট মনে করি না। বিশেষ করে কোম্পানির চাকরি গুলো আরো এরকম। তারা মানুষকে মানুষই মনে করে না। তারা শুধু তাদের কর্মকে দেখে। কিভাবে তারা কর্মে উন্নতি করবে।কিন্তু একটা মানুষকে এত যে কষ্ট এত চাপের মধ্যে কাজ করে সেটা তারা ভুলে যা।য় আসলে কোম্পানিগুলো তাদের নিজেদের লাভের জন্য একটি মানুষকে মানসিকভাবে কাজ করায়। যা সত্যিই অনেক কষ্টের। কিন্তু কি করবে পেটের দায়ে এই কষ্ট মেনে নিতে হয়। শাওনের কষ্ট গুলো দেখে খুবই খারাপ লাগলো। আসলে একজন সেলসম্যান খুবই কষ্ট করে। প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু যখন তার মুখে অনেক কষ্ট নিয়ে দোকানদার কাছ থেকে প্রোডাক্ট না সেল দিতে চলে যেতে হয়।তখন খুবই খারাপ লাগে। আসলে শাওনের জীবনের গল্পটা পড়ে খুবই খারাপ লাগলো। আসলে আমরা প্রতিটা মানুষ নিজেদের দায়িত্ব পালনে হাজার কষ্ট বুকে চাপা দিয়ে কাজ করি। মানুষ এরকমই তার দায়িত্বকে রক্ষা করতে অনেক ত্যাগ স্বীকার করে। যাই হোক আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। এই পোস্টটি একদম বাস্তব যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে এরকম ঘটনা। আপনার জন্য রইল শুভকামনা।
জীবন এটাই ভাই এবং আশেপাশের অবস্থা দেখছি আর শিখছি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।