আজকে আমি আপনাদের মাঝে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে গতকাল রাতে আমি কিছু অনু কবিতা লিখে রেখেছিলাম। আর ওই অনু কবিতাগুলো হলো ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে কিছু কবিতা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় এবং শীতের শুরুতে আমরা সকলেই পিঠা খেতে খুবই পছন্দ করি। যার কারণে এই শীতের অনুভূতি নিয়েও একটি অনু কবিতা লিখেছি। আর এই কবিতাগুলোর মাঝে আমি আমার মনের অনুভূতিগুলো যেন সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। তাই আপনাদের মাঝে আমার লেখা এই অনু কবিতা গুলো শেয়ার করলাম। আশা করছি আজকের এই অনু কবিতাগুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে অনু কবিতাগুলো পড়া শুরু করা যাক।
মনের অজান্তে তোমায় নিয়ে,
স্বপ্ন আমি দেখি।
স্বপ্ন থেকে ভালবাসার জন্ম হয়েছে,
মনের এই গভীর মাঝে।
তাইতো তোমায় নিয়ে ভাবি,
আমি একা নিরবে।
ভালোবাসার মানুষ তুমি রয়েছো,
মনের এই গহীনে।
বিকেলবেলা নদীর পাড়ে,
তোমায় নিয়ে হেঁটেছি আমি কত।
তাইতো নদীর পাড়ে আসলেই,
মনে পড়ে তোমার সাথে কাটানো সেই দিনগুলো।
তাইতো আমি তোমায় নিয়ে,
ভাসতে চাই নদীর এই গহীনে।
ভালোবাসার ঢেউয়ে,
ভেসে আমরা দুজনে।
নদীর এই ঢের শব্দ,
আমার অনেক লাগে ভালো।
তাইতো বারে বারে ইচ্ছা করে,
নদীর পাড়ে যেতে আরো।
নদীর পাড়ে গেলে ছোটবেলার স্মৃতি,
আমার মনে পড়ে।
তাই তো আবারও আমার ছোটবেলায়,
ফিরে যেতে খুবই ইচ্ছা করে।
শীতের শুরুতে পিঠার আমেজে,
মেতে উঠেছে গ্রাম বাংলার প্রতিটি ঘরে।
তাইতো আমরা সবাই উৎসবে,
মেতে উঠেছি শীতের পুলি পিঠার আনন্দে।
পুলিপিটা আমার খেতে লাগে ভালো।
সকলেই মিলে একসাথে,
তাই নতুন নতুন,
আত্মীয়র বাড়িতে চলো।
source
মনের অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে প্রকাশ করতে অনেক বেশি ভালো লাগে। কারণ অনু কবিতাগুলো যেন ছন্দে মিলিয়ে লেখা যায়। আর ছোট ছোট এই কবিতাগুলো লিখতে যেমন আমার ভালো লাগে তেমনি এই অনু কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। যার কারণে গতকাল আমি মনের অনুভূতিগুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছি। আর এই অনু কবিতা গুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। আশা করছি আমার লেখা এই কবিতা গুলো আপনাদেরও ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। আপনি ভালোবাসার মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্য কে নিয়ে অনু কবিতা গুলো লেখার চেষ্টা করেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো একদম অসাধারণ হয়েছে। আপনি বেশ দারুন ভাবে কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
https://x.com/rayhan111s/status/1854059139766550626?t=7DHlsAXDzNQubMt7sDdVwg&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। নদীর পাড়ে যেতে প্রত্যেকটা মানুষের কাছেই বেশ ভালো লাগে ভাই। এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দারুন একটি কবিতা লিখেছেন ভাই লাইনগুলো বেশ ভালো লেগেছে রোমান্টিকতা যেন কবিতার প্রতিটা লাইনের সাথে জড়িয়ে আছে। অসাধারণ সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি অনেক সুন্দর ভাবে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা ছোট ছোট এই কবিতাগুলো বেশ ভালো লাগলো ভাইয়া। আপনি কিন্তু ধারণ কবিতা লিখে থাকেন আপনি কিন্তু দারুণ কবিতা লিখে থাকেন। অনেক সুন্দর ছিল আজকের কবিতা গুলো।
আপনার কবিতাগুলো পড়ে আমার অনেক ভালোলাগে। আজকে খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এই অনু কবিতাগুলোর মধ্যে শীতের অনুভূতি নিয়ে অনু কবিতাটি সুন্দর ভাবে প্রকাশ করেছেন।পড়ে অনেক ভালো লেগেছে আমার।
আপনার প্রতিটি অণু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং বারবার পড়ার ইচ্ছা হয়েছে ও বারবার পড়েছি।
আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন। আপনি সুন্দর অনুভূতি নিয়ে প্রতিটি অনু কবিতা লিখলেন। এত সুন্দর কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অনু কবিতা গুলো লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। দারুন ছিল আপনার আজকের এই কবিতাগুলো। বরাবরই খুব সুন্দর ভাবে লিখেন আপনি। আজকের কবিতাগুলো দারুন হয়েছে। বিশেষ করে ৪ নং কবিতাটা অনেক ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকে।