"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে এই অনু কবিতাগুলো আমি লিখে রেখেছিলাম কিছুদিন আগে।আসলে কবিতা লেখার পরিবেশ লাগে। তখন আমি নিরিবিলি একটা জায়গায় বসে ছিলাম। আর নিরিবিলি পরিবেশে বসে থাকলে প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ে। তাই মনের অনুভূতি থেকেই কবিতাগুলো লিখে থাকি। তাই আজকে আপনাদের মাঝে ভালোবাসার নিয়ে কিছু কবিতা শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আর দেরি না করে চলুন কবিতাগুলো পড়া শুরু করা।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


মনের ঘরে রেখেছি তোমায়,
খুব যত্ন করে।
ভালবাসার আদর সোহাগে,
রাখবো জনম জনম ধরে।

ভালোবাসায় ভরিয়ে দেবো,
তোমার জীবন জুড়ে।
তাইতো আজও অপেক্ষায় রয়েছি,
তোমার জন্য আমি পথ চেয়ে।

অনু কবিতা-২


মনের মানুষ তুমি আমার,
রয়েছে মনের ঘরে
তাইতো তোমায় ভালোবাসি,
মন উজাড় করে।

ভালোবেসে যাবো আমি,
সারা জীবন ধরে।
রাখবো তোমায় বুকের মাঝে,
খুব আপন করে।

অনু কবিতা-৩


স্বপ্ন ছিল তোমায় নিয়ে,
বাধবো সুখের ঘর।
স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল,
আমি কাঁদি আজীবন ভর।

তোমায় নিয়ে থাকতে চেয়েছি,
আমি অনেক সুখের,
ভালবাসার অভিনয়ে,
দিলে ব্যথা আমার এই বুকে।

অনু কবিতা-৪


আজও মনে পড়ে তোমার কথা,
তাইতো নীরবে কাঁদি আমি একা।
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছিলাম,
বাধবো সুখের ঘর।
তুমি গেলে অন্যের হাত ধরে।
আমায় করে পর

fox-ga73d03b37_1920.png

source

আজকে আপনাদের মাঝে আমার লেখা এই অনু কবিতাগুলো শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আসলে মনের অনুভূতিগুলো দিয়ে আমি কবিতা লেখার চেষ্টা করি। আর কবিতা লিখতে এখন আমার অনেক ভালো লাগে বিশেষ করে ভালবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা লিখতে আরও বেশি ভালো লাগে। তাই চারটি অনু কবিতা লিখে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে আমার কবিতাগুলো ভালো লাগবে।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 months ago 

GridArt_20241127_190819773.jpg

 3 months ago 

আপনি খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার এমন সুন্দর সুন্দর কবিতা দেখে ভালো লেগেছে। দারুন ভাবে আপনি প্রত্যেকটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার ভাষা ভাবভঙ্গি খুবই সহজ সরল এবং ভালোলাগা ছিল।

 3 months ago 

আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। প্রিয় মানুষকে নিয়ে লেখা এই কবিতাগুলো বেশ ভালো লাগলো আমার কাছে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতা গুলো লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 months ago 

ভালোবাসার একগুচ্ছ অনুভূত করে অনেক ভালো লেগেছে। আসলে কোন কবিতা গুলো আমি খুবই পছন্দ করি যার কারণে এই কোন কবিতাগুলো দেখতে পেয়ে ভালো লাগলো গুলো আমি খুবই পছন্দ।

 3 months ago 

আপনার বরাবরই এতো সুন্দর সুন্দর ভালোবাসার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে ভাই। কবিতার মাধ্যমে আমরা আমাদের নিজের অনুভূতি শেয়ার করতে পারি।আপনার কবিতা টি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

ভাইয়া প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা লিখতে এমনিতে বেশ ভালো লাগে। আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে ভিন্ন রকম চারটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। চমৎকার ভিন্ন রকম অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 98005.63
ETH 2734.52
SBD 0.62