"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ9 hours ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা শেয়ার করলাম। আসলে এই অনু কবিতাগুলো আমি কিছুদিন আগে লিখে রেখেছিলাম। তাই আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে রয়েছিলাম। যার কারণে আজকে কি পোস্ট করব ভেবে পাচ্ছিলাম না। তাই মনে হল আগের লেখা কিছু কবিতা রয়েছে, যেগুলো আমি সময় বুঝে ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লিখে রেখেছিলাম। সেই অনু কবিতাগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই ভালোবাসার অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে অনু কবিতা গুলো করা শুরু করা যাক।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


ভালোবাসার প্রিয় মানুষ,
তুমি রয়েছ মনের মাঝে,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি গভীরভাবে।

তুমি আমার মনের মাঝে,
রয়েছ স্বপ্ন জুড়ে।
রাখবো তোমায় মনের মাঝে,
সারা জীবন ধরে।

অনু কবিতা-২


ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও,
আমার জীবন মাঝে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি গভীর ভাবে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের মাঝে,
তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে,
তোমায় নিয়ে স্বপ্ন,
দেখি আমি দুচোখ ভরে

অনু কবিতা-৩


স্বপ্নের এই পৃথিবীতে,
ডানা মেলে ভেসে বেড়াবো।
আমি আনন্দ আর হাসির মাঝে।

ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো,
স্বপ্নের এই পৃথিবী জুড়ে।
থাকবো আমি মহা সুখে,
ভালোবাসার মানুষকে নিয়ে।

অনু কবিতা-৪


পৃথিবীর এই মায়া ছেড়ে,
যেতে মন চায় না আমার কোন ভাবে।
থাকতে আমার খুবই ইচ্ছা করে,
সকল মানুষকে নিয়ে।

আমার প্রিয় মানুষগুলো,
রয়েছে আমার সাথে।
তাদেরকে নিয়ে থাকতে আমার,
বড়ই যে তাই ইচ্ছা করে।

fox-ga73d03b37_1920.png

source

আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার আজকের দিনটা অনেক কষ্ট কেঁটেছে। তারপরেও আপনাদের মাঝে আমার অনু কবিতা শেয়ার করার জন্য আজকে এসেছি আমি। এই অনু কবিতা গুলো লিখে রেখেছিলাম আর এই অনু কবিতা গুলো লেখা ছিল বলেই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।তো বন্ধুরা আশা করছি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন পোস্ট এবং ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 6 hours ago 

GridArt_20250204_011612224.jpg

 8 hours ago 

এই ছোট ছোট অনু কবিতা গুলির প্রতিটি লাইনে গভীর ভালোবাসা, স্বপ্ন এবং প্রিয় মানুষের প্রতি এক অমল ভালোবাসার অনুভূতি ফুটে উঠেছে। মনের গভীরে লুকানো আবেগ, প্রিয়জনের সাথে সুখী সময় কাটানোর আকাঙ্ক্ষা এবং জীবনের সুন্দর মুহূর্ত গুলিকে চমৎকারভাবে প্রকাশ করেছেন। ভালোবাসার শক্তি ও গভীরতা যেন প্রতিটি শব্দে জীবন্ত হয়ে যায়। আপনার লেখা চারটি অনু কবিতা পড়ে আমার কাছে ভালো লাগলো, ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 hours ago 

আপনার ছোট কবিতা গুলো ভালোবাসা এবং পৃথিবীর মায়া কেন্দ্রিক। আমরা সবাই পৃথিবীর মায়ায় মত্ত থাকে। পৃথিবী ছেড়ে কারোর যাওয়ার ইচ্ছে নেই। তবুও সময় মতো চলে যেতে হয়। ছোট্ট এই সময়ের মাঝে প্রিয়জনের ভালবাসার পিপাসায় পিপাসিত থাকে। তেমন ছিল আপনার লেখা, ভালোলাগা ও ভালবাসায় ভরপুর।

 8 hours ago 

আগে যেহেতু কিছু কবিতা লিখে রেখেছিলেন তাই ব্যস্ততার মধ্যে থেকেও দারুন একটি পোস্ট করে ফেলতে পারলেন। অনু কবিতাগুলির মধ্যে প্রিয় মানুষকে কেন্দ্র করেই মনের অনুভূতি ব্যক্ত করেছেন। ২ এবং ৪ নং কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চমৎকার শব্দ চয়নে কবিতা গুলি লিখেছেন ভাই ।তাই ভালো লাগলো।

 9 hours ago 

পৃথিবীর মায়ার বাঁধনটা বেশ কঠিন জিনিস। মন চায় সুন্দর এই পৃথিবীটা নিজের মতো করে সাজিয়ে তুলি। এইজন্য তো ভালোলাগার কবিতা মনের মধ্যে জেগে ওঠে। অনেক সুন্দর লিখেছেন আপনি। কবিতার সহজ লাইনগুলো আমাকে মুগ্ধ করেছে। অনেক ভালো লাগলো সুন্দর সুন্দর কবিতা গুলো।

 8 hours ago 

বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে শব্দে শব্দে ছন্দের মিলন ঘটাতে পারেন।অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 hours ago 

ছন্দে ছন্দে বেশ কয়েকটি অণু কবিতা লিখেছেন দেখছি। প্রত্যেকটি অনু কবিতা চমৎকার লাগলো। আমাদের প্রত্যেকের এই পৃথিবীর মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আমাদের কারোরই এই মায়া ত্যাগ করে যেতে ইচ্ছে করেনা। ইচ্ছে করে প্রিয় মানুষদের সাথে আরো কিছুটা সময় কাটিয়ে যায়। সময় ফুরিয়ে আসলে আমাদের সবাইকে চলে যেতে হয়। চমৎকার কয়েকটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 7 hours ago 

মনে হচ্ছে যেন প্রত্যেকটা অনু কবিতার মধ্যে ভালোবাসার মেলা বসেছে। আসলে প্রত্যেকটি অণু কবিতা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভালোবাসা নিয়ে এত সুন্দর সুন্দর দারুন দারুন ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.034
BTC 101403.09
ETH 2881.80
SBD 3.32