"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা শেয়ার করলাম। আসলে এই অনু কবিতাগুলো আমি কিছুদিন আগে লিখে রেখেছিলাম। তাই আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে রয়েছিলাম। যার কারণে আজকে কি পোস্ট করব ভেবে পাচ্ছিলাম না। তাই মনে হল আগের লেখা কিছু কবিতা রয়েছে, যেগুলো আমি সময় বুঝে ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লিখে রেখেছিলাম। সেই অনু কবিতাগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা এই ভালোবাসার অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে অনু কবিতা গুলো করা শুরু করা যাক।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
ভালোবাসার প্রিয় মানুষ,
তুমি রয়েছ মনের মাঝে,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি গভীরভাবে।
তুমি আমার মনের মাঝে,
রয়েছ স্বপ্ন জুড়ে।
রাখবো তোমায় মনের মাঝে,
সারা জীবন ধরে।
অনু কবিতা-২
ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও,
আমার জীবন মাঝে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি গভীর ভাবে।
তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের মাঝে,
তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে,
তোমায় নিয়ে স্বপ্ন,
দেখি আমি দুচোখ ভরে
অনু কবিতা-৩
স্বপ্নের এই পৃথিবীতে,
ডানা মেলে ভেসে বেড়াবো।
আমি আনন্দ আর হাসির মাঝে।
ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো,
স্বপ্নের এই পৃথিবী জুড়ে।
থাকবো আমি মহা সুখে,
ভালোবাসার মানুষকে নিয়ে।
অনু কবিতা-৪
পৃথিবীর এই মায়া ছেড়ে,
যেতে মন চায় না আমার কোন ভাবে।
থাকতে আমার খুবই ইচ্ছা করে,
সকল মানুষকে নিয়ে।
আমার প্রিয় মানুষগুলো,
রয়েছে আমার সাথে।
তাদেরকে নিয়ে থাকতে আমার,
বড়ই যে তাই ইচ্ছা করে।
এই ছোট ছোট অনু কবিতা গুলির প্রতিটি লাইনে গভীর ভালোবাসা, স্বপ্ন এবং প্রিয় মানুষের প্রতি এক অমল ভালোবাসার অনুভূতি ফুটে উঠেছে। মনের গভীরে লুকানো আবেগ, প্রিয়জনের সাথে সুখী সময় কাটানোর আকাঙ্ক্ষা এবং জীবনের সুন্দর মুহূর্ত গুলিকে চমৎকারভাবে প্রকাশ করেছেন। ভালোবাসার শক্তি ও গভীরতা যেন প্রতিটি শব্দে জীবন্ত হয়ে যায়। আপনার লেখা চারটি অনু কবিতা পড়ে আমার কাছে ভালো লাগলো, ধন্যবাদ।
https://x.com/rayhan111s/status/1886446206450385052?t=PSqFnfy2BdTripB4MjvN7g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ছোট কবিতা গুলো ভালোবাসা এবং পৃথিবীর মায়া কেন্দ্রিক। আমরা সবাই পৃথিবীর মায়ায় মত্ত থাকে। পৃথিবী ছেড়ে কারোর যাওয়ার ইচ্ছে নেই। তবুও সময় মতো চলে যেতে হয়। ছোট্ট এই সময়ের মাঝে প্রিয়জনের ভালবাসার পিপাসায় পিপাসিত থাকে। তেমন ছিল আপনার লেখা, ভালোলাগা ও ভালবাসায় ভরপুর।
আগে যেহেতু কিছু কবিতা লিখে রেখেছিলেন তাই ব্যস্ততার মধ্যে থেকেও দারুন একটি পোস্ট করে ফেলতে পারলেন। অনু কবিতাগুলির মধ্যে প্রিয় মানুষকে কেন্দ্র করেই মনের অনুভূতি ব্যক্ত করেছেন। ২ এবং ৪ নং কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চমৎকার শব্দ চয়নে কবিতা গুলি লিখেছেন ভাই ।তাই ভালো লাগলো।
পৃথিবীর মায়ার বাঁধনটা বেশ কঠিন জিনিস। মন চায় সুন্দর এই পৃথিবীটা নিজের মতো করে সাজিয়ে তুলি। এইজন্য তো ভালোলাগার কবিতা মনের মধ্যে জেগে ওঠে। অনেক সুন্দর লিখেছেন আপনি। কবিতার সহজ লাইনগুলো আমাকে মুগ্ধ করেছে। অনেক ভালো লাগলো সুন্দর সুন্দর কবিতা গুলো।
বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে শব্দে শব্দে ছন্দের মিলন ঘটাতে পারেন।অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ছন্দে ছন্দে বেশ কয়েকটি অণু কবিতা লিখেছেন দেখছি। প্রত্যেকটি অনু কবিতা চমৎকার লাগলো। আমাদের প্রত্যেকের এই পৃথিবীর মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আমাদের কারোরই এই মায়া ত্যাগ করে যেতে ইচ্ছে করেনা। ইচ্ছে করে প্রিয় মানুষদের সাথে আরো কিছুটা সময় কাটিয়ে যায়। সময় ফুরিয়ে আসলে আমাদের সবাইকে চলে যেতে হয়। চমৎকার কয়েকটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
মনে হচ্ছে যেন প্রত্যেকটা অনু কবিতার মধ্যে ভালোবাসার মেলা বসেছে। আসলে প্রত্যেকটি অণু কবিতা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভালোবাসা নিয়ে এত সুন্দর সুন্দর দারুন দারুন ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।