"আমার বাংলা ব্লগ"// কবিতা // ভালোবাসার ঘর 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতি থেকে লেখা আমার আজকের এই কবিতাটি। আমার কবিতার নাম হলো ভালোবাসার ঘর। আসলে আমাদের মনের মাঝে প্রিয় মানুষের জন্য একটি ভালোবাসার ঘর আমরা সাজিয়ে থাকি। আর এই ভালোবাসার ঘরে প্রিয় মানুষকে নিয়ে কল্পনাই থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই রয়েছে। সেই অনুভূতি নিয়ে লেখা আমার এই কবিতাটি। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতিগুলো আমি যতই প্রকাশ করি। ততই যেন এই অনুভূতিগুলো মনের মাঝে থেকেই যায়। তাই ভালোবাসার অনুভূতি কখনোই প্রকাশ করে শেষ করা যায় না।সেই ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা আজকের এই কবিতাটি।
খুব যত্ন করে।
ভালোবাসায় ভরিয়ে দিয়ো,
আমাদের এই ঘরটি জুড়ে।
তাইতো তোমায় দিয়ে থাকবো আমি,
ভালোবাসার ঘরে,
সারা জীবন রাখবো তোমায়,
খুব যত্ন করে।
জীবনে মরণে তোমাকে আমি,
রাখবো এই ভালোবাসার ঘরে।
ভালবাসি ভরিয়ে দিও,
আমাদের এই ঘরটি জুড়ে।
মনের ঘরটি তোমার জন্য,
সাজিয়েছি আমি রঙিন করে।
ভালবাসায় পূর্ণতা পাবে,
আমাদের এই ঘটি জুড়ে।
তোমার জন্য অপেক্ষায় রয়েছি,
মনের এই ঘরটিতে।
ভালোবাসাই পূর্ণতা পাবে,
তোমার ভালোবাসাতে।
তাইতো আমি তোমার জন্য,
অপেক্ষায় থাকি।
ভালোবাসার ঘরটি তাই।
সাজিয়েছি আমি রাখি।
অনেক গভীর অনুভূতি নিয়ে একটি প্রেমের কবিতা লিখেছেন আপনি। প্রেমিকা মানুষটির প্রতি নিজের নরম ও নির্ভরতার অনুভূতি হয়তো এমনই হয়। চমৎকার লেখা৷
https://x.com/rayhan111s/status/1875485535902544160?t=7OmZve-J7gSQp1d0_nLkMw&s=19
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল। এরকম কবিতার প্রশংসা তো করতেই হচ্ছে।
বেশি দারুণ কবিতা লিখেছেন। আপনার কবিতা আমার কাছে ভালো লাগলো ভাই। অনেক সুন্দর ভাবে আপনি ভালোবাসার কবিতা উপস্থাপন করেছেন। যেন ভালোলাগার অনেক সুন্দর অনুভূতি প্রকাশিত হয়েছে।
আপনি এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন দেখে ভালো লাগলো। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার লেখা আজকের এই কবিতা। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে আজকের কবিতাটা আপনি লিখেছেন। ভালোবাসার অনুভূতিগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর এই অনুভূতি নিয়ে কবিতা লিখলে আরো বেশি ভালো লাগে।
বরাবরের মতো আজকেও আপনি খুব সুন্দর একটি প্রেমের কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখে থাকেন। আপনার লেখা আজকের কবিতাটি আমার কাছে খুব ভালো লাগলো। ভালোবাসার ঘর কবিতাটি ভারী সুন্দর হয়েছে। নিজের প্রিয় মানুষকে উৎসর্গ করে এরকম কবিতা পড়তে বেশ ভালই লাগে। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি অনেক সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখে থাকেন। আজকে আপনি অনেক সুন্দর ভাবে প্রেমের কবিতা লিখে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পেরে।
আমি আপনার এই ভালোবাসার কবিতা জন্য সব সময় অপেক্ষা করি। আমি মনে করি কবিতায় হচ্ছে মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। কবিতার মাধ্যমে আমরা মনের অবস্থা ভাবনাকে ভালোভাবে প্রকাশ করতে পারি। আপনি একজন কবি মানুষ। যত প্রশংসা করবো কম হবে!
ভালোবাসার ঘর নিয়ে কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসার অনুভূতিগুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, আমার কাছে দারুন লেগেছে।