"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ22 hours ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে, আমার লেখা কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। এই কবিতাগুলো গতকাল রাতে আমি লিখে রেখেছিলাম। আসলে গতকাল রাতে আমি নিরিবি বসেছিলাম। ইফতারের পরে কিছু খাবার খেয়ে কবিতা লেখা শুরু করেছিলাম। তাই তো আপনাদের মাঝে সেই কবিতা গুলো নিয়ে আসলাম। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে লেখা আমার এই কবিতা গুলো।তো চলুন আমার লেখা এই অনু কবিতা গুলো পড়া শুরু করা যাক। আশা করছি আজকের অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


ভালোবাসার অধিকার নিয়ে,
এসেছি আমি তোমার দুয়ারে।
ভালোবাসা ফিরিয়ে দিও না,
আমার হাতটি ছেড়ে দিয়ে।

তুমি আমার মনের মানুষ,
রেখেছি মনের ঘরে।
ভালোবাসায় রাখবো তোমায়,
আমার মন প্রাণ দিয়ে।

অনু কবিতা-২

স্বপ্নের রাণী তুমি আমার,
রয়েছো মনের ঘরে।
স্বপ্ন দিয়ে তোমার জীবন,
সাজিয়ে দেবো রঙিন করে।

তুমি আমার মনের মানুষ,
থাকবে মনের ঘরে।
মনের রাজ্যে রাখবো তোমায়,
স্বপ্নের রাণী করে।

অনু কবিতা-৩

আজও অপেক্ষায় রয়েছি আমি,
ভালোবাসার মানুষটিকে পাবো বলে।
সে আসবে বলে দিয়েছিল কথা,
তাইতো আমি তার অপেক্ষায় রয়েছি একা।

ভালোবাসার কথা দিয়ে,
আসবে তুমি আমার জীবন মাঝে।
ভালবাসার স্বপ্নগুলো,
সাজবো রঙিন করে।

অনু কবিতা-৪

ভালোবাসার হাতটি ছেড়ে,
চলে গেলে অন্যের হাতে,
কষ্ট ভরা জীবন নিয়ে,
থাকবো আমি এই ভুবন মাঝে।

ভালোবাসার কষ্টগুলো,
সহ্য করা খুবি কঠিন,
তবুও বেঁচে থাকব আমি,
স্মৃতিগুলো বহন করে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে লেখা মনের অনুভূতি থেকেই এই কবিতাগুলো আমি লিখেছিলাম। আসলে অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতি গুলো সুন্দরভাবে প্রকাশ করা যায়। তাই তো আমি আমার অনুভূতি গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। তো বন্ধুরা আশা করছি আজকের কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 18 hours ago 

এই কবিতাগুলো সত্যিই খুব মর্মস্পর্শী এবং আবেগঘন। প্রতিটি কবিতাই ভালোবাসার বিভিন্ন দিক ও অনুভূতিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।প্রথম কবিতাটিতে ভালোবাসার জন্য আবেদন এবং আত্মনিবেদনের যে চিত্র ফুটে উঠেছে, তা খুবই হৃদয়গ্রাহী। কবিতাটি পড়ে মনে হয় যে ভালোবাসা কতটা গভীর এবং নিঃস্বার্থ হতে পারে। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 hours ago 

ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। আপনি সেই অনুভূতি ছোট ছোট ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো। প্রতিটা ছন্দ খুব সুন্দর হয়েছে আর পড়েও খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করার জন্য।

 19 hours ago 

আসলে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতেও খুব ভালো লাগে। যাইহোক দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 hours ago 

অনেক সুন্দর সুন্দর চার টা অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা কয়টি আমার কাছে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দরভাবে কবিতা লিখেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 9 hours ago 

আপনি বেশ সুন্দর কবিতা লিখতে পারেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার লেখা কবিতা গুলো শেয়ার করে যাচ্ছেন পড়লে খুবই ভালো লাগে। আজকের শেয়ার করা অনু কবিতা গুলো অনেক ভালো লেগেছে পড়ে।

 9 hours ago 

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে সবার মনের মধ্যে আলাদা কিছু অনুভূতি কাজ করে। আর আপনি এরকমই কিছু সুন্দর অনুভূতি নিয়ে অনু কবিতাগুলো লিখেছেন দেখে ভালো লাগলো। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন প্রতিটা অনু কবিতা।

 5 hours ago 

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়ে এই অনু কবিতা গুলো লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে আপনার লেখা অনু কবিতা গুলোর প্রত্যেকটা লাইন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82586.01
ETH 1883.39
USDT 1.00
SBD 0.79