"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে রেখেছি 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা শেয়ার করলাম আসলে আমাদের মনের মাঝে প্রিয় মানুষকে কেন্দ্র করে অনেক স্বপ্ন আমরা দেখি আর এই স্বপ্নগুলো নিয়েই যেন ভালোবাসার মানুষকে আমরা ভালোবেসে যাই। আর ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো হৃদয় থেকে তৈরি হয়। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমার স্বপ্ন জুড়ে এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।
খুব যত্ন করে।
ভালোবাসার আদর সোহাগে,
রাখবো জীবন ভরে।
তোমায় নিয়ে মনের মাঝে,
স্বপ্ন দেখেছি আমি রঙিন করে।
তাইতো তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
এঁকেছি আমি নিজ হাতে।
তোমায় নিয়ে মনের ভিতরে,
হাজারো স্বপ্ন আমার আঁকা।
স্বপ্নগুলো পূরণ করে দাও,
আমায় ভালোবেসে।
ভালোবেসে যদি তুমি,
আসো আমার ঘরে,
তোমায় ভালোবাসায় ভরে উঠবে,
আমার জীবন জুড়ে।
মনের যত সুখ রয়েছে,
শুধু তোমায় ঘিরে।
তাইতো তোমায় ছাড়া,
অন্য কিছু কল্পনা করিনি,
আমার এই মন জুড়ে।
তাইতো তোমায় নিয়ে মনের মাঝে,
রঙিন স্বপ্ন আমি দেখি,
স্বপ্নগুলো পূরণ হবে,
যদি ভালোবাসো তোমার মনটা দিয়ে।
তাইতো আমি হাজারো যত্ন করে,
রেখেছি তোমায় আমার মনের মাঝে।
এভাবেই রাখবো আমি,
যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে।
https://x.com/rayhan111s/status/1863210829132566566?t=nxSDQAtA8Xu3ETz2qqPmKA&s=19
আপনি সব সময় খুব সুন্দর কবিতা লেখেন। বেশ ভালো লাগে আপনার কবিতা গুলো। আজকের এই কবিতাটাও আপনি খুব সুন্দর লিখেছেন। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। ভালো লাগলো কবিতাটা পড়ে। এত সুন্দর একটা কবিতার শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
সুন্দর একটি কবিতা লিখলেন আপনি। প্রতিনিয়ত আপনার লেখা কবিতা গুলো পড়ে খুব ভালো লাগে। বিশেষ করে আপনি আপনার প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা গুলো লিখে থাকেন। যার ভাবগুলো অসাধারণ হয়। আজকের কবিতাটিও বেশ ভালো লেগেছে পড়ে।
ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের মাঝে রেখেছি এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার বহিঃপ্রকাশ যেন এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।
সব স্বপ্ন সত্যি হয়না,তেমনি আপনি ভালোবাসার স্বপ্ন নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালো লাগলো পড়ে আপনার লেখা কবিতাটি,ধন্যবাদ ভাইয়া।