"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মাঝে রেখেছি 💖

in আমার বাংলা ব্লগ17 hours ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা শেয়ার করলাম আসলে আমাদের মনের মাঝে প্রিয় মানুষকে কেন্দ্র করে অনেক স্বপ্ন আমরা দেখি আর এই স্বপ্নগুলো নিয়েই যেন ভালোবাসার মানুষকে আমরা ভালোবেসে যাই। আর ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে মনের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো হৃদয় থেকে তৈরি হয়। তাই ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে আমার স্বপ্ন জুড়ে এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।


মনের মাঝে রেখেছি
মোঃরায়হান রেজা

মনের মাঝে রেখেছি তোমায়,
খুব যত্ন করে।
ভালোবাসার আদর সোহাগে,
রাখবো জীবন ভরে।


তোমায় নিয়ে মনের মাঝে,
স্বপ্ন দেখেছি আমি রঙিন করে।
তাইতো তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
এঁকেছি আমি নিজ হাতে।

তোমায় নিয়ে মনের ভিতরে,
হাজারো স্বপ্ন আমার আঁকা।
স্বপ্নগুলো পূরণ করে দাও,
আমায় ভালোবেসে।

ভালোবেসে যদি তুমি,
আসো আমার ঘরে,
তোমায় ভালোবাসায় ভরে উঠবে,
আমার জীবন জুড়ে।

মনের যত সুখ রয়েছে,
শুধু তোমায় ঘিরে।
তাইতো তোমায় ছাড়া,
অন্য কিছু কল্পনা করিনি,
আমার এই মন জুড়ে।

তাইতো তোমায় নিয়ে মনের মাঝে,
রঙিন স্বপ্ন আমি দেখি,
স্বপ্নগুলো পূরণ হবে,
যদি ভালোবাসো তোমার মনটা দিয়ে।

তাইতো আমি হাজারো যত্ন করে,
রেখেছি তোমায় আমার মনের মাঝে।
এভাবেই রাখবো আমি,
যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে। তাই আমি সময় পেলেই কবিতা লেখা শুরু করে দেই। বিশেষ করে যখনই নিরিবিলি একাকী থাকি তখন প্রিয় মানুষের কথা খুবই মনে পড়ে। তখনই ভালোবাসার অনুভূতিগুলো আমি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাই ভালোবাসার এই কবিতাটি লিখে রেখেছিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার লেখা কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 17 hours ago 

GridArt_20241201_183203833.jpg

 16 hours ago 

আপনি সব সময় খুব সুন্দর কবিতা লেখেন। বেশ ভালো লাগে আপনার কবিতা গুলো। আজকের এই কবিতাটাও আপনি খুব সুন্দর লিখেছেন। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। ভালো লাগলো কবিতাটা পড়ে। এত সুন্দর একটা কবিতার শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 12 hours ago 

সুন্দর একটি কবিতা লিখলেন আপনি। প্রতিনিয়ত আপনার লেখা কবিতা গুলো পড়ে খুব ভালো লাগে। বিশেষ করে আপনি আপনার প্রিয় মানুষকে কেন্দ্র করে কবিতা গুলো লিখে থাকেন। যার ভাবগুলো অসাধারণ হয়। আজকের কবিতাটিও বেশ ভালো লেগেছে পড়ে।

 10 hours ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। মনের মাঝে রেখেছি এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার বহিঃপ্রকাশ যেন এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।

 3 hours ago 

সব স্বপ্ন সত্যি হয়না,তেমনি আপনি ভালোবাসার স্বপ্ন নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালো লাগলো পড়ে আপনার লেখা কবিতাটি,ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.21
JST 0.039
BTC 96750.73
ETH 3691.02
SBD 3.85