সম্পত্তির কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব // পর্ব-১

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের এই সমাজের মধ্যে ভাই ভাইয়ের বন্ধন, ভাই বোনের বন্ধন হলো সবচাইতে শক্তিশালী বন্ধন। মা-বাবার পরে ভাইবোনদের বন্ধন সবচাইতে শক্তিশালী, আর এই বন্ধন ছোট থেকেই যেন আমরা অর্জন করি। যার কারণে ভাই ভাইয়ের সম্পর্ক অনেক ভালো থাকে এবং এই সম্পর্কর মাঝে সহজেই দ্বন্দ্ব হয় না। কিন্তু একমাত্র সম্পত্তির লোভ লালসা এবং সম্পত্তির কারণেই ভাইয়ে ভাই-বোনে দ্বন্দ্ব হয়ে যায়। আর এই দ্বন্দ্ব এতটা ভয়ংকার হয়ে যায় কখনো কখনো মারামারি এবং কখনো খুন হয়ে যায়। এরকম পরিস্থিতির মধ্যেও এই সম্পত্তির কারণে হয়ে থাকে, তাই তো আজকে আপনাদের মাঝে ভাইয়ে ভাইয়ে সম্পত্তির কারণে দ্বন্দ্ব নিয়ে একটি স্মৃতিময় গল্প শেয়ার করতে আসলাম। আশা করছি এই গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।


sunset-3956958_1280.jpg

source

এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যেমন খাবার পোশাকের আমাদের প্রয়োজন হয়, তেমনি বাসস্থানেরও প্রয়োজন রয়েছে। বাসস্থানহীন হয়ে বসবাস করা যায় না। আর এই বসবাসের জন্য সম্পত্তির প্রয়োজন। তাছাড়াও জীবন সাজানোর জন্য সম্পত্তির গুরুত্ব অপরিসীম। আর এই সম্পত্তি আমরা কখনো কখনো উত্তর আধিকারী সূত্রে পেয়ে থাকি, বাবা তার সম্পত্তি ছেলেরা পাবে ছেলের সম্পত্তি তার ছেলেরা পাবে। এভাবেই যেন প্রকৃতির নিয়মে চলে আসে। কখনো কখনো বাবার সম্পত্তি ভাইয়ে ভাগাভাগি করতেই যেন দ্বন্দ্ব লেগে যায়। আর এই সম্পত্তি যেন জীবনের কাল হয়ে দাঁড়ায়।


গতকাল আমার বন্ধু হাসান সিরাজগঞ্জে এসেছিল এবং আমার সাথে দেখা করার জন্য বারবার কল দিচ্ছিল। তো বিকেল বেলা আমি ওর সাথে দেখা করলাম। দেখা করার পরে হাসান বলছে বন্ধু থানায় যেতে হবে, থানায় গিয়ে আমি আমার চাচা এবং চাচাতো ভাইদের নামে মামলা করব। বললাম কি হয়েছে বিষয়টা বুঝলাম না, তোদের সাথে তোর চাচাতো ভাইদের সাথে তো খুবই ভালো সম্পর্ক ছিল। বলল যে চাচাতো ভাইদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে কিন্তু চাচার সাথে আমার বাবার দ্বন্দ্ব লেগেছে, এই সম্পত্তির কারণে। এমনকি মারামারি পর্যন্ত হয়েছে। চাচা আমার বাবাকে ধরে মেরেছিল, যার কারণে আজকে আমি মামলা দিতে এসেছি।


তখন হাসান আমাকে বলল যে তোর মামাতো এডভোকেট, তার সাথে একটু পরামর্শ করে আমরা মামলা করব। আসলে আমার মামা এডভোকেট সিরাজগঞ্জকোটের সিনিয়র। যার কারণে এই মামার সাথে কথা বলার জন্য হাসান এসেছে। তো হাসানকে বললাম এ্যাডভোকেট মামা হলেও মামার কাছে গেলে প্রথমে মামলা করার জন্য উপদেশ দিবে। কারণ এ্যাডভোকেটরা আইন মেনেই কথা বলে। তারপরেও মামা খুবই সততার তার সাথে তার কর্ম জীবন পার করছে। যার কারণে বললাম ঠিক আছে আগে মামার সাথে আমি তুই গিয়ে পরামর্শ করবো। আর কি কি হয়েছে সেগুলো বিস্তারিত জানবো, তো আমি আমার মামাকে কল দিলাম মামা বলল যে এখন আমি আমার চেম্বারেই আছি তোমরা চলে আসতে পারো।


তো আমি হাসান দুজন মিলে মোটরসাইকেল নিয়ে মামার চেম্বারে চলে আসলাম। চেম্বারে এসে দেখতে পেলাম অনেক মানুষের ভিড়। আসলে এই মামলা মুকাদ্দমা মারামারি এগুলো যেন অনেকের কাছে আম দুধের মত। এত মানুষ এই মারামারি মামলা নিয়ে আসে যা বোঝাই যায় না। আসলে যদি আমরা কখনো কোট বা থানায় কিংবা কোন আইনজীবের কাছে আসি তখন দেখতে পাই যে কত মানুষ কতটা পেরেশানের মধ্যে আছে। তো মামা বলল বসো তোমাদের সাথে একটু পরে আলোচনা করে নেই। একটা কেস কিছু কাজ আছে, এইটা আমি আগে কথা বলিনি। তো আমরা কিছুক্ষণ বসে থাকলাম। মামা তারপর আমাদের বলল যে ঠিক আছে এখন তোমরা আসো, তোমাদের কি হয়েছে সেগুলো বলো। তো বন্ধুরা হাসানের চাচাদের সাথে কি কি হয়েছিল কেন মারামারি হল এই বিষয়গুলো হাসান মামাকে খুবই ভালোভাবে বলতে লাগলো। তো কি কি হয়েছিল কেন মারামারি হলো সেই অংশটুকু আপনাদের সাথে আগামী পর্বে শেয়ার করব ইনশাআল্লাহ। 🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

ছোটবেলায় একসাথে বেড়ে ওঠা কত আনন্দ কত খুশি একসাথে কত স্মৃতি জমে থাকে। বড় হয়ে ওই ভালো সম্পর্কটা দেয় ফাটল ধরে সম্পত্তির জন্য। জমি জমা টাকা পয়সা খুবই খারাপ জিনিস। আপন পর কিছুই মানে না। প্রত্যেকটি ফ্যামিলিতে এরকম সমস্যার সম্মুখীন কোন না কোন সময় হতেই হয়। কত ভালো সম্পর্ক নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী টাকা পয়সা। আপনার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা প্রায় প্রতিটি পরিবারের গল্প।

 2 days ago 

জমি জায়গা টাকা পয়সা সব কিছুই অনেক খারাপ জিনিস।তার কারণ হলো ছোটবেলা থেকে ভালোভাবে বেড়ে ওঠা সম্পর্ক অনেক সুন্দর থাকা কিন্তু বড় হওয়ার পর যখন সম্পত্তি ভাগাভাগি করার সময় আছে তখন ঠিকই ভাইয়ে ভাইয়ের আবার বোনের সাথে বোনের সম্পর্ক নষ্ট হতে থাকে। সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

GridArt_20250309_031718061.jpg

 5 hours ago 

বর্তমান সময়ে সম্পত্তির কারণে ভাইয়ে এবং আত্মীয়-স্বজন অনেক জায়গাতে দ্বন্দ্ব হয়। মানুষ যেমন নিজের জীবনের চাহিদা মিটাতে চাই। জায়গা সম্পত্তি ভোগ করতে চাই। যেহেতু আপনার বন্ধু হাসান তার চাচাতো ভাই এবং চাচার নামে মামলা করবে বলেছে। এতে বোঝা যায় এইখানে দ্বন্দ্ব অনেক বড় হয়েছে। আশা করি পরের পর্বে জানতে পারবো কি সমস্যা তাদের মধ্যে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 78475.32
ETH 1917.87
USDT 1.00
SBD 0.81