শীতের রাতে ভূত দেখার গল্প//পর্ব-২
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
শীতের রাতে ভয়ানক একটি গল্পের কথা আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আসলে এই গল্পটি আমার জীবনে যেন এখনো স্মৃতির পাতায় জমা হয়ে রয়েছে। শীতকাল আসলেই আমাদের গ্রামে যখন এই খিরার চাষাবাদ করা হয়, তখন সেখানে গেলেই এই ভয়ানক রাতের কথা মনে পড়ে যায়। তো শীতকালের এই ভয়ানক গল্পটি আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম, আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের পর্ব পড়ে আপনাদের ভালো লাগবে। আসলে আমাদের জীবনে অনেক ভয়ানক ঘটনা আমরা চোখের সামনে দেখে থাকি, এই ঘটনাগুলোই যেন আমরা কখনো ভুলতে পারিনা।
আমরা বন্ধুরা যখন ব্যাগে করে খিরা নিয়ে রাস্তার উপরে আসলাম, তখন বন্ধু ঘাসের উপরে পড়ে গিয়েছিল। সেটা নিয়ে অনেক হাসাহাসি করেছিলাম, তারপরে আমরা রাস্তার পাশে একটি গাছের নিচে বসে লবণ দিয়ে খিরা খাওয়া শুরু করে দিলাম। আসলে সেই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে চারদিকে অন্ধকার ছিল, কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না, তারপরে দেখতে পেলাম সাদা কি যেন হেঁটে হেঁটে সরিষা ফুলের উপর দিয়ে আমাদের রাস্তার এই গাছের দিকে আসছে। দেখে আমার একটু ভয় লাগলো। তখন আমি আমার বন্ধু সাদিকে বললাম, সাদিক দেখেও বলল ওটা কি হতে পারে একটা আতঙ্ক যেন আমাদের মধ্যে সৃষ্টি হলো।
সাদা কাপড়ের এই ভয়ানক জিনিসটা যেন আমাদের দিকে আসতেই ছিল। তখন আমরা সব বন্ধুরা দেখতে পেলাম যে আমাদের দিকে আসছে, আমরা সবাই ভয় পেয়ে গেলাম এবং বললাম এটা হয়তো ভূত, আজকে আমাদের আর রক্ষা নেই। এই জমির মাঠেরই আমাদের মেরে ফেলবে, খুবই ভয় হচ্ছিল আসলে তখন চিৎকার করে কোন লাভ নেই। কারণ এই শীতের মধ্যে এত রাতে এখানে কেউ আসবে না। তাই আমরা খিরা রেখেই দৌড় দিলাম রাস্তা দিয়ে বাড়ির দিকে, দৌড়াতে লাগলাম এবং দেখতে পেলাম সেই ভয়ানক সাদা জিনিসটি আমাদের দিকে যেন আরো জোরে আসতে লাগলো।
আমরা দৌঁড়াতে লাগলাম,পিছনে পিছনে আমাদের সাথে দৌড়াতে লাগলো, আসলে তখন পিছনের দিকে তাকিয়ে দেখতে পেলাম রাস্তার উপর দিয়ে দৌড়ে আমাদের প্রায় ধরে ফেলবে, আমি চিৎকার দিয়ে চোখ বন্ধ করে যাচ্ছিলাম।তখন বলতে লাগল এই ধারা তোদের ভয় নেই,তোরা দাড়াহ। যখন এভাবে বলতে লাগল তখন আমার বন্ধু বলল এটা হয়তো ভূত, আজকে আমাদের মেরেই ফেলবে,তাড়াতাড়ি আরো ছুটে চল আমি আরো জোরে দৌড় দিতে লাগলাম।
https://x.com/rayhan111s/status/1881662855554240589?t=OvOdBm1SliuJCCR6g3sP1Q&s=19