"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আর এই অনু কবিতা গুলো আমি বিকেলবেলা বসে লিখেছি, আসলেই আজকে অনেক বেশি শীত। আর এই শীতের কারণে বাইরে যেন বের হতে ইচ্ছা করতেছিল না। যার কারণে বসে বসে কবিতা লেখা শুরু করে দিলাম। আর মনের অনুভূতি থেকেই লিখেছি আজকের এই অনু কবিতা গুলো। আসলে অনু কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। ছন্দে মিলিয়ে লেখা যায় যার কারণে কবিতা গুলো লিখতে পেরে আনন্দ লাগে আমার। তাই আজকে বিকেলবেলা বসে বসে এই কবিতা গুলো লিখে রেখেছিলাম। আপনাদের মাঝে এখন শেয়ার করলাম আশা করছি আপনাদের পড়ে ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১


মিথ্যে ভালোবাসার স্বপ্ন,
দেখিয়ে এসেছো তুমি।
তাইতো তোমার মিথ্যে জালে,
ফেঁসে গিয়েছিলাম আমি।

তোমার মিথ্যে ভালোবাসার স্বপ্নগুলো,
আমায় কাঁদায় এখন বারে বারে।
আছো তুমি মহা সুখে,
আমাকে আঘাত দিয়ে।

অনু কবিতা-২


মন আমার হারিয়ে যায়,
সাদা মেঘের মাঝে।
ভাসতে আমার ইচ্ছা করে,
সাদা মেঘের ভেলাতে।

ভাসবো আমি নীল আকাশে,
পাখির মত উড়ে।
স্বপ্নগুলো পূরণ করব,
আমি আমার নিজের মতো করে।

অনু কবিতা-৩


হারিয়ে যাব আমি একদিন,
সব সীমানা পেরিয়ে।
খুঁজবে আমায় তখন সবাই,
অনেক আদর সোহাগে ,

ফিরে আর আসবো না আমি,
তাদের ভালবাসা পেয়ে।
থাকবো আমি ঘুমিয়ে,
অসীম শান্তিতে।

অনু কবিতা-৪


স্বপ্নগুলো নিয়ে আমি,
কল্পনার মাঝে ভাসি।
স্বপ্নগুলো পূরণ হলে,
শান্তি পাবো আমি।

তাই তো তোমার কাছে ছুঁটে আসি,
আমার শান্তির জন্য।
শান্তির পথে হাঁটবো আমি,
তোমার ভালোবাসা পাবার জন্য।

fox-ga73d03b37_1920.png

source

আসলে মনের অনুভূতিগুলো আমরা খুবই সুন্দরভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি। আর কবিতার মাধ্যমে ছন্দে মিলিয়ে প্রকাশ করার মধ্যেও আনন্দ লাগে। তাই আমি কবিতা লিখতে এখন অনেক বেশি ভালোবাসি। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা চারটি অণু কবিতা শেয়ার করলাম। আশা করছি আজকের এই অনু কবিতা গুলো পড়ে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আপনাদের মাঝে ভিন্ন কিছু কবিতা নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 4 days ago 

অনু কবিতায় ছন্দে ছন্দে খুব সুন্দর ভাবে মনের ভাব গুলো প্রকাশ করেছেন। আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

GridArt_20250123_001631806.jpg

 4 days ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর এই একগুচ্ছ অণুকবিতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

ভাই আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমি মুগ্ধ হলাম। আপনি অতি চমৎকারভাবে কবিতা লিখেছেন। আপনার লেখা ছোট ছোট কবিতা অসাধারণ ছিল।

 3 days ago 

বাহ আজকে আপনি ছন্দ মিলিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। আসলে অনু কবিতার মাধ্যমে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। তবে আপনার কবিতার ভাষা সত্যি অসাধারণ। মনের ছোট অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 105148.00
ETH 3352.90
SBD 4.09