"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমায় নিয়ে 💖

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আমার লেখা ভালোবাসা নিয়ে একটি কবিতা লিখে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে ভালোবাসার এই কবিতাগুলো লিখতে অনেক বেশি ভালো লাগে, কারণ প্রিয় মানুষের জন্য মনের অনুভূতি গুলো শেষ হয় না। এই অনুভূতিগুলো যতই আমরা প্রকাশ করতে থাকি, ততই যেন মনের ভিতর থেকে বের হতেই থাকে। তাই তো ভালোবাসার কবিতা লিখতে এবং ভালোবাসার কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তাই আজকে আপনাদের মাঝে তোমায় নিয়ে ভালোবাসার এই কবিতাটি লিখে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


তোমায় নিয়ে
মোঃরায়হান রেজা


মনের মাঝে রেখেছি তোমায়,
খুব যত্ন করে।
ভালবাসার মানুষ তুমি,
রয়েছো আমার মন জুড়ে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের মধ্যে।
ভালোবাসার স্বপ্ন দেখি,
শুধু তোমার জন্যে।

তোমায় নিয়ে থাকবো আমি,
স্বপ্নের সুখে ঘরে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবন জুড়ে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
আমি জীবন জুড়ে।

তুমি থাকবে আমায় নিয়ে,
ভালোবাসার ফুল ফুটাবে,
তাইতো তোমার ভালোবাসা পেয়ে।
রঙিন হবে তাই আমাদের জীবন জুড়ে।

তুমি আমার মনের মানুষ,
রয়েছো তাই মনের ঘরে,
তোমায় নিয়ে সকল স্বপ্ন,
দেখে আমি আনন্দে আর হাসির মাঝে।

তুমি আমার জীবন সাথী,
থাকবে জীবন মাঝে।
তাই তো মনের ভিতরে,
আমার আনন্দের হাসি ফুটে ওঠে।

তোমায় নিয়ে থাকবো,
তাই আমি মহা সুখে,
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই জীবন সংসারে।

fox-ga73d03b37_1920.png

source

ভালোবাসার প্রিয় মানুষকে নিয়ে অনেক অনুভূতি আমাদের মধ্যে জমা হয়। তাকে নিয়ে স্বপ্নের ঘরে, তাকে নিয়ে স্বপ্নের ভালোবাসার ঘর তৈরি করতে ইচ্ছা করে। আর সেই ঘর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে থাকবে এটাই যেন আমাদের মনের চাওয়া পাওয়া। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে তোমায় নিয়ে লেখা এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো,সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইলো।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

GridArt_20250218_092700825.jpg

 3 days ago 

আসলেই ভাই ভালোবাসার মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের অনুভূতি আমাদের মনের মাঝে জমা থাকে। আর সেসব অনুভূতি দিয়েই অনেক চমৎকার একটি কবিতা তৈরি করে ফেলেছেন দেখে ভালো লাগলো। আপনার কবিতাগুলো সব সময়ই অনেক চমৎকার হয়। আজকে স্বরচিত "তোমায় নিয়ে" কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 days ago 

প্রিয় মানুষকে নিয়ে জীবনে অনেক আকুতি-মিনতি থাকে। যেগুলো আপনি খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তুলেছেন। আসলে ভালোবাসার মানুষের প্রতি কখনোই ভালোবাসা কমে না বরং দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। আর আপনি এত সুন্দর করে অনুভূতিগুলো প্রকাশ করেছেন যে পড়েই ভালো লাগলো। দারুন লিখেছেন ভাইয়া, এভাবে চালিয়ে যান। আপনার লেখা কবিতা সব সময় খুবই সুন্দর হয়।

 3 days ago 

আপনার লেখাতোমায় নিয়ে কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। ভালোবাসার মানুষকে নিয়ে এরকম সুন্দর কবিতা গুলো লেখা হলে পড়তে দারুন লাগে।

 2 days ago 

আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন অনুভূতি দিয়ে।তোমায় নিয়ে কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। তবে ভালোবাসা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। তবে আপনার কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। সুন্দর ভাষা এবং চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.035
BTC 98238.16
ETH 2752.06
SBD 0.69