"আমার বাংলা ব্লগ"// কবিতা // মাহে রমজান 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
মাহে রমজানের মুহূর্ত আমাদের মাঝে এখন রয়েছে। আর এই মাহে রমজানের দিনগুলো সত্যি অনেক আনন্দের সাথে আমরা পার করছি। আসলে এই দিনগুলো সবাই একসাথে আনন্দ হাসি নিয়ে পার করছি। সকলের মাঝে এখন অন্যরকম পরিবর্তন এসেছে। সবাই যেন আনন্দের সাথে দিনগুলো পালন করছে। সকলের সাথে ভালো ব্যবহার করছে। এই ভালো ব্যবহার গুলো সব প্রতি মাসে থাকে না। শুধু মাহে রমজান মাসে বেশি লক্ষ্য করা যায়। তাই তো রমজান মাস আমাদের শিক্ষা নিয়ে মাস। আর এই মাসের আচরণগুলো যেন আমরা বাকি মাসের মধ্যে প্রকাশ করব। তো বন্ধুরা আজকে মাহে রমজানের এই খুশি নিয়ে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।
একটি বছর পরে,
শান্তির মাস এলো আমাদের মাঝে,
সবাই মিলে তাই মাহে রমজানকে,
বরণ করেছি আমরা ভালোবেসে।
মাহে রমজানের ভালোবাসা,
ছড়িয়ে পড়েছে গরিব-দুঃখীদের সবার মাঝে।
সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করবো,
আনন্দ আর হাসি নিয়ে।
এভাবেই মোরা একসাথে মিলে মিশে,
থাকবো প্রতিটা দিন ধরে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই সমাজ মাঝে।
মাহে রমজানের ভালোবাসা,
গ্রহণ করবো আমরা সকলে।
ভালোবাসাই ভরে উঠবে,
ইফতারের সময় এলে।
তাইতো আজ একই সাথে,
কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে যাই মসজিদে ।
নামাজ শেষে একই সাথে,
বাড়ি ফিরি আনন্দ আর হাসি নিয়ে।
ইফতারের আয়োজন করি মোরা,
সকলেই একসাথে।
আজানের ধনী শুনে খেতে বসি,
পরিবারের সকলেই এক সাথে।
রমজানের এই শিক্ষা নিয়ে,
পথ চলব মোরা সবাই মিলে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই সমাজ মাঝে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার কবিতাটি সত্যিই হৃদয়স্পর্শী এবং রমজানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। কবিতায় একসাথে থাকার, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এবং শান্তির প্রতিষ্ঠার সুন্দর বার্তা রয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে একসাথে ইফতার করা এবং নামাজ পড়ার মুহূর্তগুলো খুবই উচ্ছ্বসিত এবং আনন্দপূর্ণ। আপনি রমজানের সামাজিক ও মানবিক দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যা আমাদের সবাইকে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা জানাতে উদ্বুদ্ধ করছছে। সত্যিই সুন্দরভাবে রমজানের শুভেচ্ছা ও শিক্ষা প্রকাশ পেয়েছে আপনার লেখায়।
চমৎকার একটি হৃদয় স্পর্শী কবিতা আপনি আজ আমাদের সাথে শেয়ার করেছেন। রমজানের গুরুত্ব যে কতখানি জীবনে তা আপনাদের প্রত্যেকের পোষ্ট থেকে জেনেছি এবং রমজানকে ঘিরে আপনাদের নানান সংস্কৃতিক চালচলন জানতে পারছি। আজ সেই সমস্ত কথাই আপনি গুছিয়ে সুন্দর করে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো।
কবিতাটি পড়ে মনে হলো, রমজান আমাদেরকে শুধু আত্মসংযমই শেখায় না, বরং এটি আমাদেরকে একে অপরের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসা বাড়াতে উৎসাহিত করে। ইফতারের সময় পরিবার ও প্রতিবেশীদের সাথে একত্রে বসার যে চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়ছোঁয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য!
আপনি অনেক সুন্দর করে মাহে রমজানের অনুভূতি গুলোকে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়। একে অপরের প্রতি সম্মান ভালোবাসা, ইফতার করার অনুভূতি, নামাজ পড়ার অনুভূতি, সবকিছুই অনেক সুন্দর করে তুলে ধরেছেন কবিতার প্রতিটা লাইনের মধ্যে।
আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন।
কবিতার মধ্যে নিজের মনের চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।মাহে রমজান কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে রমজান মাস আসলে আমাদের মধ্যে অনেক পরিবর্তন হয়। আর সবাই ভালো কিছু করার চেষ্টা করে রমজান মাসে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। চমৎকার অনুভূতি এবং চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।