ভিডিওগ্রাফি || সরিষা ফুলের অপরূপ সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250108_160335.jpg

সরিষা ফুলের দৃশ্য সত্যি ও অসাধারণ লাগে আমার কাছে। বিশেষ করে শীতের শুরুতেই সরিষা ফুলের দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি। আর শীতকাল আসলেই গ্রাম অঞ্চলে এই সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যময় ফসলের মাঠের দৃশ্য দেখতে পাওয়া যায়। যে দৃশ্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। হলুদের রূপান্তরিত হয় ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, কি অপরূপ সুন্দরময় দৃশ্য, হলুদের এই সরিষা ফুলের দৃশ্য সকলেই দেখতে অনেক বেশি ভালোবাসে। যার কারণে সকলের কাছে এই সরিষা ফুলের দৃশ্য অনেক প্রিয় হয়ে থাকে। তাইতো আমি যমুনা নদীর পাড়ে এসেছিলাম, সেখানে নদীর চরে সরিষার চাষাবাদ করা হয়েছে। আর এখন ফসলের মাঠ জুড়ে শুধু সরিষা ফুলের হলুদ দৃশ্য, যা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আর এই সরিষা ফুলের সুন্দর দৃশ্যের ভিডিওগ্রাফি করে আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করছি হলুদের রূপান্তরিত এই দৃশ্যগুলো দেখতে পেয়ে ভালো লাগবে।


IMG_20250108_160401.jpg

ভিডিওগ্রাফি👇

যমুনা নদীর পাড়ে অনেক জায়গা রয়েছে। সেখানে শুধু সরিষার চাষাবাদ করা হয়েছে। যতদূর চোখ যায় শুধু হলুদের এই দৃশ্য দেখতে পাওয়া যায়। বিকেলবেলা এই হলুদ দৃশ্য দেখার জন্য অনেক মানুষই ভিড় জমায়। এমনিতে নদীর পাড়ে বিকেল বেলা মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায়। তারপরে নদীর পাড়ে এই হলুদ দৃশ্যগুলো আরো সুন্দর্য ফুটিয়ে তুলেছে। তাই কয়দিন হলো যাব যাব বলে যাওয়া হচ্ছিল না, একদিন সকালবেলা কুয়াশার মধ্যে আমি এই সরিষা ফুলের হলুদ দৃশ্য দেখতে যায়। আর তখনই ভিডিওগ্রাফি করে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই হলুদের রূপান্তরিত সরিষা ফুলের ফসলের মাঠের দৃশ্য দেখে আমি যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।


IMG_20250108_160414.jpg

সকালবেলা যমুনা নদীর পারে হলুদের রূপান্তরিত সরিষা ফুলের ফসলের মাঠের দৃশ্য দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই এই হলুদ দৃশ্যের মাঝে আমি হেঁটে হেটে মুহূর্তগুলো উপভোগ করেছি। আর আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আমি ভিডিওগ্রাফিটি করেছিলাম। আসলে হলুদের রূপান্তরিত এই সরিষা ফুলের ফসলের মাঠের দৃশ্য দেখে যেন আমার অনেক বেশি ভালো লাগলো। তাই আনন্দের সাথে আমি ভিডিওটি করে আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওগ্রাফি দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 17 hours ago 

GridArt_20250109_011806085.jpg

 yesterday 

যমুনা নদীর পাড়ের অপরূপ সুন্দর দৃশ্য আপনি ভিডিওগ্রাফি করেছেন। শীতকালে অন্য সমস্ত কিছুর সাথে সরিষা ক্ষেতের সৌন্দর্য মুখে বর্ণনা করে শেষ করা যায় না। যতদূর চোখ যায় যেন প্রশান্তি ছেয়ে যায়। খুবই ভালো লাগলো।

 yesterday 

শীতকাল মানেই সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে ভরে ওঠা কৃষকের মাঠ। আপনার সরিষা ফুলের ভিডিওগ্রাফি দেখে নিমিষেই যেন হারিয়ে গিয়েছিলাম আপনার ভিডিওগ্রাফিটিতে। দারুন বর্ণনা দিয়েছেন ভিডিওগ্রাফিটির সাথে সাথে। যমুনা নদীর পাড়ের পাশে বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখতেছি সরিষা লাগিয়েছে কৃষকরা। এরকম চমৎকার একটি দৃশ্য আমাদের মাঝে ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

 yesterday 

আসলে এই সরিষা ক্ষেত গুলো বর্তমান সময়ে গ্ৰাম এলাকার সৌন্দর্য অনেক টা বৃদ্ধি করেছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সরিষা ফুলের অপরূপ সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো।পুরো ভিডিও ক্লিপের মধ্যে সরিষা ক্ষেতের সৌন্দর্য ফুটে উঠেছে।

 yesterday 

বিশাল একটি সরিষা ক্ষেত। আপনি এত সুন্দর সরিষা ক্ষেতের ভিডিও সংগ্রহ করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও এবং ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে। দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 yesterday 

অসাধারণ ভাই আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে সরিষা ফুলের অপরূপ সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপনার এই ভিডিওগ্রাফিরটা দেখে আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ে গেল। অনেকদিন হয়ে গেল এরকম পরিবেশে আমি শ্বশুর বাড়ি যাইনি। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি সরিষা ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 hours ago 

এ ধরনের দৃশ্যগুলো দেখলে আসলে মনে প্রশান্তি কাজ করে। আমার তো ভিডিওগ্রাফিতে দেখেই খুবই ভালো লেগেছে। যতদূর চোখ যায় পুরোটাই হলুদ সরিষা ফুল। ভালো লাগলো আপনার ক্যাপচার করা ভিডিওগ্রাফি দেখে। সকালবেলা যমুনা নদীর পাড় থেকে খুব সুন্দর দৃশ্য ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 21 hours ago 

প্রকৃতিতে সবুজের সবারো দেখে চোখটা একদম ভরে গেল।শীতকালে যখন গ্রাম বাংলায় এলাকার পর এলাকার শুধু সরিষার জমি থাকে তখন যেন মনে হয় প্রকৃতি হলুদ রঙে সেজে উঠেছে।আজকে আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারলাম।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 21 hours ago 

সরিষা ফুলের অপরূপ সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। সরিষা ফুলের সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। হলুদ পাপড়ির ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। সরিষা ফুলের অপরূপ সুন্দরময় দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 93403.97
ETH 3310.52
USDT 1.00
SBD 8.32