চিরবিদায় দিতে মন চায় না প্রিয় মানুষগুলোকে। আসলেই এই পৃথিবীর মাঝে চিরকাল আমরা বেঁচে থাকব না কেউই। তবে যতদিন বেঁচে থাকি প্রিয় মানুষগুলোকে নিয়ে হাসিমুখে বাঁচতে খুব ইচ্ছা করে। আর কিছু কিছু প্রিয় এবং ভালো মানুষ রয়েছে, তাদেরকে বিদায় দেওয়া খুবই কষ্টকর। আসলে আমার বড় আপু শ্বশুর খুবই ভালো মানুষ ছিলেন। আমি বড় আপুর বাড়িতেই পড়াশোনা করেছি। আমাকে ছেলের মতোই সে ভালোবেসেছেন।কখনো আমাকে বকা দেয়নি। দীর্ঘ ১০ টি বছর আমি সেখানে ছিলাম। আর সেই তাওই মানে আমার বোনের শ্বশুর আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন। তার বিদায়টা যেন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন,আবার এই পৃথিবী ছেড়ে আমাদের যেতেই হবে। জন্ম যার রয়েছে মৃত্যু তার হবেই। এটাই যেন সান্তনা হিসেবে নিয়ে প্রিয় মানুষগুলোকে আমরা বিদায় দিই। তাই আপুর শশুরকে বিদায় দিতে অনেক কষ্ট হয়েছিল। তবুও তাকে আমরা বিদায় দিলাম। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওপারে যেন চির সুখে থাকে তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।তাই সেই বিদায়ের অনুভূতি নিয়েই আমার আজকের লেখা এই কবিতাটি।
এই সুন্দর পৃথিবীর মাঝে,
বেঁচে থাকতে খুবই ইচ্ছা করে।
বিদায় নিতে মন চায় না আমার,
থাকতে মন চায় যে তাই বারে বারে।
তবুও বিদায় নিয়ে চলে যেতে হবে,
এই পৃথিবী ছেড়ে।
থাকবো না আমরা কেহ,
চিরকাল এই ভুবনের মাঝে।
তবুও চলে যাব সকলকে ফেলে,
সবাই কাঁদবে আমার কথা ভেবে।
আমি থাকবো নীরবে,
চির ঘুমন্ত হয়ে।
কিভাবে একা থাকবো আমি,
অন্ধকার সেই একলা ঘরে।
কেউ তো জানবে না আমার কথা,
আমি থাকবো একলা ঘরে।
তাইতো আমার ইচ্ছা করে,
হাজার বছর ধরে।
বাঁচতে আমার ইচ্ছা করে,
এই ভুবনের মাঝে।
পরিবার সকলের সাথে,
হাসিমুখে থাকবো আমি সুখে।
তাদেরকে ছেড়ে কিভাবে আমি,
থাকবো অন্ধকারে।
তাইতো আমার মন বারে বারে,
থাকতে মন চাই এই ভুবনের মাঝে।
যেতে হবে বিদায় নিয়ে,
ত্রিভুবনের ওপারে।
আমি চলে যাব সবাইকে ছেড়ে,
ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে,
রাখবে সবাই আমায় অন্ধকারে।
সকলেই চলে আসবে তখন, আমি থাকবো ঘুমন্ত হয়ে।
সবাইকে ছেড়ে থাকবো আমি
মাঠির এক নতুন ঘরে।
সবাই মনে করবে আমায়,
কাঁদবে তারা জল পরবে দুচোখ বয়ে।
বিদায় দিতে মন চায় না আমার,
প্রিয় মানুষগুলোকে।
তবুও তারা বিদায় নিয়ে চলে যাবে,
অন্ধকারের দেশে।
তাদেরকে বিদায় দিতে বুক লাগে,
বেদনার হাহাকার।
তবুও বিদায় দিই আমরা সবাই,
চোখের জল ফেলে তাই বারে বার।
বিদায় বেলা শুধু এইটাই জানাই,
সুখে রাখো সৃষ্টি কর্তা তুমি,
আমার প্রিয় মানুষগুলোকে,
শান্তিতে রেখো চিরকাল তুমি।
source
আমাদের প্রিয় মানুষগুলোকে আমরা চির বিদায় দিতে অনেক কষ্ট পাই। আর এই প্রিয় মানুষগুলোকে চির বিদায় দেওয়া খুবই কষ্টকর, তবু যেন সৃষ্টিকর্তার আদেশ তাদেরকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল বাঁচবো না, একদিন না একদিন আমরাও চলে যাব সবাইকে কাঁদিয়ে। তবে আমরা যে চলে যাব আমরা ভালো কাজ করে যাব। যাতে করে আমাদের নাম এই পৃথিবীতে থেকে যায়। আর আপুর শশুরের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তা'আলা যেন তাকে ওপারে সুখে রাখে শান্তিতে রাখে। সবাই আপুর শশুরের জন্য দোয়া করবেন।💗🙏💗।
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।
👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
আমরা চলে যাবার জন্যই এসেছি। এটাই চিরন্তন । এবং মৃত্যুই মুক্তি। মৃত্যুই আমাদের পৌঁছোনোর শেষ জায়গা। পৃথিবীর সমস্ত মোহমায়া নিয়েই আমরা বাঁচি। পরিবার পরিজনদের জন্যই আমাদের মোহ বেশি। তাই সব বন্ধন ত্যাগ করে চলে যেতে আমাদের ভীষণ কষ্ট হয়।তবু যেতে হয়। যাওয়াই নিয়ম।
কবিতাটি বড় বাস্তবিক।
https://x.com/rayhan111s/status/1880960923617395137?t=HaElOOwEXwIzW2A_VIDUgw&s=19
ভীষণ কষ্টকর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে আপনার বড় আপুর শশুর ভীষণ ভালো মানুষ ছিলেন। একটা মানুষের বাসায় অন্য আরেকটি পরিবার থেকে কেউ গিয়ে যদি খুব বেশি হলে দুই তিন মাস থাকে এমনিতেই তার প্রতি অন্যরকম কথাবার্তা চলে আসে । সেখানে আপনি দশটি বছর কাটিয়েছেন। তারপরেও খুবই স্নেহ করতে আপনাকে। তার বিদায় টি আসলেই একটু কষ্টকর লাগতেছে। সেই কষ্টময় অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। কবিতার মধ্যে প্রিয় মানুষদের বিদায় দেওয়ার আকুতি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার বোনের শশুরের জন্য মাগফেরাত কামনা করছি।
এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। প্রিয় মানুষদেরকে বিদায় দেওয়া অনেক কষ্টের। আপনি বরাবরই দারুণ কবিতা লিখেন। আপনার লেখা আজকের কবিতাটাও খুব সুন্দর হয়েছে। কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।
প্রিয় মানুষগুলোকে ছেড়ে দিতে ভীষণ মন কাঁদে। কিন্তু কি আর হবে ভাই। পৃথিবীর এটাই যে নিয়ম। সব মানুষকে একদিন না একদিন ছেড়ে দিতে হয় এবং নিজেও চলে যেতে হয় পৃথিবীর মায়া কাটিয়ে। এই নিয়মের বেড়াজালে আমরা সকলে আবদ্ধ। আপনার কবিতাটি পড়ে এই কথাগুলোই যেন বারবার মনে হচ্ছে।
আমার কাছে আপনার বিদায় মেলা কবিতাটা পড়তে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর হয়েছে, আর পড়তেও খুব ভালো লেগেছে। আসলে মানুষের জন্ম আছে তাই জন্য মানুষের মৃত্যুরও রয়েছে। আর একদিন না একদিন সবাই চলে যায় আমাদের কে ছেড়ে। তাদেরকে বিদায় দেওয়া কষ্টকর হলেও বিদায় দিতেই হয়।
মানুষ মরণশীল। এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয় তবুও প্রিয় মানুষকে এভাবে বিদায় দিতে সত্যিই কষ্ট হয় মেনে নিতে পারা যায় না তবুও মানতে হবে এই নিয়তি। আপনার বোনের শ্বশুরের জন্য দোয়া রইল পরকালে জান্নাতুল ফেরদৌস পায়। আর কবিতার কথা কি বলব একদম মন ছুয়ে যাওয়া কবিতা। প্রিয় মানুষ হারানোর ব্যথা সত্যি বেদনাদায়ক।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের বিদায় বেলা কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে বিদায় বেলা কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে বিদায় বেলা কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর বিদায় বেলা কবিতাটা লিখে শেয়ার জন্য।
যেকোনো ক্ষেত্রে বিদায় শব্দটি আমাদের জন্য খুবই বেদনা দায়ক। যে কোন চাকরি ক্ষেত্রে কিংবা প্রতিষ্ঠানে যখন আমরা বিদায় নিই তখন খুব খারাপ লাগে। আপনি শেষ বিদায়ের কথা লিখলেন কবিতায়। এটা তো আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। সুন্দর কবিতা লিখলেন আপনি অনেক ভালো লাগলো কবিতা পড়ে।