ভিডিওগ্রাফি //PUSS কয়েনের প্রমোশনাল টিউটোরিয়াল ভিডিও

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScPAdaocdqTY133h5onLVYkxBU1KgQgTJSEG3TifZYZQdRyArW53naHbDbk5aF4iWnRtnV7jk6oh3mSmf1S5Pb4TLZe1ZSDT7nw9MPfXeBAE.png

আমার বাংলা ব্লগে নিজস্ব কয়েন পুস, আর পুস কয়েন আমাদের সকলের ভালোবাসার কয়েন। এই ভালবাসার কয়েনকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সবাইকেই।তাই আমরা সবাই যদি এক হয়ে পুস কয়েনকে সবার মাঝে ছড়িয়ে দেই।আর পুস কয়েনের প্রমোশনাল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, তাহলে পুস কয়েন এগিয়ে যাবে, আর পুস কয়েন এগিয়ে গেলেই আমার বাংলা ব্লগ এগিয়ে যাবে। আর আমার বাংলা ব্লগ আমাদের পরিবার। পুস এই পরিবারের কয়েন। পুস যখন এগিয়ে যাবে, তখন আমরা সবাই এগিয়ে যাব। তাই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম।আপনারা সবাই দেখেছেন আসাদের সবার প্রিয় এডমিন সুমন ভাই পুস কয়েন এর নমিনেশন এক্টিভ নিয়ে গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন।সেই পোস্ট আমরা দেখেছি। তারপরের অনেকেই কাজ গুলো সঠিক ভাবে করতে পারচ্ছেন না। তাই আমি টিউটোরিয়াল ভিডিও পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাজে পুরো বিষয় পরিষ্কার হবে, এই ভিডিও মাধ্যমে।


টিউটোরিয়াল ভিডিও👇

পুস কয়েনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাহলেই এই পুস কয়েন নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব। আর পুস কয়েনকে প্রমোট করতে থাকলে এই কয়েন একদিন অনেক ভালো কিছু করবে। যার কারণে দশে মিলে যদি আমরা একসাথে কাজ করি, তাহলে পুস কয়েন একদিন সব সীমানা পার হয়ে সবার আগে চলে যাবে। সেজন্য ছোট ছোট কাজ হলেও আমাদের করা উচিত। আমরা এই ছোট কাজকে কখনোই অবহেলা করব না। প্রতিদিন এই কাজগুলোকে আমরা আমাদের নিয়মিত কাজের মধ্যে নিয়ে আসব এবং আমরা এই তিনটি কাজ করবোই। সকলেই যদি একসাথে প্রমোট করি, তাহলে এই পুস কয়েন আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYSca4uiwxY92oCT3we6pnjAJirBHSiPDiqpZopdnYBv8yQp7bTSXMPuu4RdRD13tDN8QjMQ6JJViL8zkPZrgmaf1FFwWdqE8DHHyp3jXwcVV8.png

তাই পুস কয়েনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রত্যেক ইউজারদের প্রতিদিন যে তিনটি কাজ করতে হবে, এই তিনটি কাজ আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। তবে এটা আমি বলতে পারি সবাই এক হয়ে যদি পুস কয়েনকে প্রমোশন করার উদ্দেশ্যে আমরা সবাই কাজ করে যাই, তাহলে এই পুস কয়েন কখনোই থেমে থাকবে না। পুস কয়েন যেন সবসময় সীমানা পেরিয়ে আমাদের সাথে নিয়েই যাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে। তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ছোট ছোট কাজ হলেও পুস কয়েনের জন্য নিজের মনে করে করবেন। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারো আপনাদের মাঝে কোন এক ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। 🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণভিডিওগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 months ago 

GridArt_20241119_214653327.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার ভিডিওটা। আমি একটু কম বুঝি কয়েকবার দেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব এই বিষয়ে। খুব সুন্দর ভাবে ভিডিওটা আমাদের মাঝে প্রকাশ করেছেন।

 2 months ago 

অনেক ভালো লাগলো আপনার আজকের এই ভিডিওটা দেখে। কিছু ধারনা পাওয়ার সুযোগ মিলেছে। আমাদের সকলের প্রিয় কয়েনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

 2 months ago 

অনেক ভালো লাগলো আপনার আজকে ভিডিওটি। এটি একটি শিক্ষামূলক ভিডিও। বর্তমানে পুসের প্রমোশন জোর কদমে চলছে। তাই প্রমোশন যাতে সবাই ভালোভাবে করতে পারে তার জন্য এই প্রমোশনাল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো কাজ করেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 104901.64
ETH 3329.53
SBD 4.90