ভয়ানক রাতে গল্প //পর্ব-২

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের জীবনে অনেক ভয়ানক কিছু ঘটনা রয়েছে। যে ঘটনাগুলো মনে করতে পেরে এখনই যেন মনের ভিতরে ভয় লাগে। আসলে এই ভয়ানক ঘটনাগুলো আমাদের প্রত্যেকেরই জীবনে কমবেশি হয়েই আছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, তারা যেন এই ভয়ানক ঘটনার সাথে বেশি জড়িয়ে থাকে, কারণ রাস্তাঘাটে চলাচলের সময় বিভিন্ন রকমের ভয়ানক জিনিস রাতের বেলা আমাদের চোখে পড়ে। যে জিনিসগুলো আমাদের মনে করিয়ে দেয় সেইসব স্মৃতিগুলো, বিশেষ করে ভয়ানক কিছু ঘটনা রয়েছে, অনেক ধরনেরই এই ভয়ানক ঘটনা গুলো আমাদের সাথে হয়ে থাকে। তো বন্ধুরা স্মৃতির পাতায় জমিদার বাড়ি রাতের বেলা ভয়ানক একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আজকে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম।


tunnel-4809369_1280.jpg

source

তো আমরা তিন বন্ধু মিলে যখন জমিদার বাড়ির ভিতর প্রবেশ করলাম। আসলে অনেক পুরনো বাড়ি ছিল, আর এখানে মানুষ বসবাস করে না। যার কারণে চারদিকে মাকড়সার এবং অন্যান্য প্রাণীদের যেন বসবাস ছিলো এই জমিদার বাড়ি মাধ্যে।তো আমরা পুকুরের পাশ দিয়ে তিন বন্ধু যাওয়ার সময় পুকুরের মাঝে একটি শব্দ শুনতে পেলাম, সেই শব্দ শুনতে পেয়ে অনেক ভয় লাগলো। আসলে অনেক বড় পুকুর ছিল। বন্ধু বলল যে এখানে মাছ রয়েছে কোন ভয় পাসনা। তাই আমরা এগিয়ে যেতে লাগলাম তবে মনের ভিতরে ভয় হচ্ছিল, এত রাতে এই পুকুর পাড়ে শব্দটা শুনতে পেয়ে। তারপরে আমরা এগিয়ে যেতে লাগলাম, বাগানের দিকে, আসলে জমিদার বাড়ির ভেতরে অনেক জায়গা ছিল। আর সেখানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো ছিল। তবে আমরা লিচু ও আম পাড়ার উদ্দেশ্যে এসেছিলাম।


তারপরে আমরা আস্তে আস্তে লিচু বাগানের দিকে আসলাম। লিচু বাগানের দিকে এসে দেখতে পেলাম সেখানে অনেক মাকড়সা, আসলে এইদিকে কেউ আসে না। আমরা যে দিক দিয়ে এসেছি পেছনের গেট ছিলো, সামনে আরও একটি গেট রয়েছে। তবে এই গেটটি তালা দিয়েছে যে এই জমিদার বাড়ি পাহারা দেয়। তাই আমরা পিছনের গেট দিয়ে এসেছি। যার কারণে এরকম মাকড়সা আর অন্যান্য আবর্জনার মধ্যে দিয়ে আমরা বাগানে প্রবেশ করলাম। তো বাগানে প্রবেশ করে দেখতে পেলাম অনেক বড় বড় লিচু ধরে রয়েছে, আর এখানে কেউ আসে না যার কারণে লিচু গুলো পারা হয়নি এবং এই লিচু গুলো পাকা ছিল, দেখেই তো ভালো লাগলো।।


তারপরে আমরা বন্ধুরা মিলে একটি ব্যাগ নিয়েছিলাম। সেই ব্যাগে লিচুগুলো পারতে লাগলাম। আসলে লিচুগুলো পারতে অনেক বেশি ভালো লাগতেছিলো,তখন আমার বন্ধু কিছু লিচু তখনই খাওয়া শুরু করে দিল। কারণ লিচুগুলো এত মিষ্টি ছিল, অন্যান্য গাছের লিচু চায়তে স্বাদ বেশি ছিলো। তাই আমরা রিক্স নিয়ে এই লিচু চুরি করতে এসেছিলাম। তো আমরা ব্যাগের ভিতরে অনেকগুলো লিচু পেরে নিলাম। এই লিচুগুলো একদম কাছে ছিল হাত দিয়েই পারা যাচ্ছিল তাই বেশি করেই পেরেছিলাম।


লিচু পাড়ার শেষে আমার বন্ধু বলল জমিদার বাড়িতে অনেকগুলো আমগাছ রয়েছে। আর প্রত্যেকটা আম গাছে অনেক আম ধরে রয়েছে। এই আমগুলো পেকে রয়েছে। কেউই আম পারে না, আর আম গুলো খেতে অনেক মিষ্টি। তাই আমিও আম খুবই পছন্দ করি। যার কারণে বললাম চল কিছু আম পারি তাইলে। তাই আমরা আম পারার জন্য আম গাছের কাছে আসলাম। গাছটি একটু বড় ছিল, তবে এই গাছে ওঠার জন্য আমার বন্ধু সুজন ঠিক করেছিলাম।আম গাছে উঠতে পারে, তাই সুজনকে আম গাছে উঠিয়ে দেওয়া হলো আম পারার জন্য আর সাথে একটি লাইট দেওয়া হল এবং খুবই সাবধানে সাথে পারতে বলা হলো।


তারপরে আমরা বন্ধু মিলে আম গাছের নিচে আসলাম। সুজনকে গাছে উঠিয়ে দেওয়া হলো, আসলে এই গাছটি একটু বড় হলেও গাছে ওঠার জন্য ডালপালা ভালো ছিল। তাই গাছে উঠে গেল এবং উঠে কিছু আম পাড়লো, আর গাছের ডালে যেন একটা সুজন কি দেখলো, দেখে অনেক চিৎকার করতে লাগলো এবং তাড়াতাড়ি ও গাছ থেকে নেমে পড়ল। আর ভয়ে যেন কাঁপতে ছিল। আমরা বারবার বলতেছিলাম কি দেখেছিস কি দেখেছি ও যেন কিছুই বলতে পারল না তখন।


তারপরে সুজন হাত দিয়ে বলল ওখানে কি যেন একটা রয়েছে। দেখে আমি ভয় পেয়েছি, হয়তো ভূত হবে। ভূতের কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম। তারপরে হাসান গাছের ডালে লাইট দিয়ে দেখতে চায়লো যে ওটা কি। আমি ভয় পেয়ে বললাম ধরিস না ধরলে যদি আমরা ভয় পেয়ে যায়। এখান থেকে চলে যায় তখন হাসান বললো যে দেখি ওটা কি, না দেখলে মনের মধ্যে আরো ভয় থেকেই যাবে।লাইট দেওয়ার সাথে সাথে দেখতে পেলাম বড় বড় দুটি চোখ যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখেই তো আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। তো বন্ধুরা তারপরে কি হয়েছিল সেই অংশটুকু আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ইনশাআল্লাহ। 🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 19 days ago 

GridArt_20241223_232025850.jpg

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 94610.20
ETH 3289.77
SBD 6.70