You are viewing a single comment's thread from:

RE: "এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ ঘোষণা (DIY Event Week Speial Christmas Announcement) [25 Dec-31 Dec '21]

প্রথমেই দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাদেরকে এতো সুযোগ সুবিধা এবং আমাদের জন্য নতুন নতুন বিষয় তুলে ধরার জন্য।
আমার বাংলা ব্লগ মানেই সব সময় নতুন নতুন চমক। সব সময় নতুন কিছু সৃষ্টি করা। আর এটার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সবার প্রিয়, দাদা। তার তুলনা হয় না। তিনি আমাদের জন্য সব সময় ভালো কিছু চালু করে থাকেন। এমনিতেই তিনি প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহকে "এসো নিজে করি" সপ্তাহ হিসেবে চলমান রেখেছেন। তারপরও আবার ক্রিসমাস উপলক্ষ্যে তিনি আরও সুন্দর ভাবো "এসো নিজে করি" সপ্তাহের ঘোষণা দিলেন। আশা করও আমরা সবাই এটাতে অংশগ্রহন করতে পারব। আমি নিজেও চেষ্টটা করব যাতে ভালো কিছু করার মাধ্যমে এখানে অংশগ্রহন করার।
আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই দাদা, সব সময় আমাদেরকে এতো সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জন্য সব সময় শুভেচ্ছা এবং ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96270.57
ETH 3430.69
SBD 1.53