You are viewing a single comment's thread from:

RE: "রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার" (Light! where is light?)

জীবন মানেই একটা যুদ্ধ ক্ষেত্র। জীবনে সকল পরিস্থিতির মাঝে নিজেকে বাচিয়ে রাকার নামই সফলতা। আজ সারা বিশ্ব "করোনা" নামক অদৃশ্য শক্তির কবলে পড়ে আছে। মানব জীবনে নেমে এসেছে কষ্ট আর দূর দশা। যানি সৃষ্টিকর্তা কবে আমাদের জীবন থেকে এই অভিশাপটা কাটিয়ে দিবেন। কবে আমরা আবার নব সূর্যের হাসি দেখতে পাব। কবে শিশুরা মন খুলে হাসতে পারবে, মাঠে দৌরাতে পারবে, নিজের মতো চলতে পারবে। এটা আমরা কেউই হয়ত বলতে পারব না।

কিন্তু পৃথিবীতে এর আগেও আরও অনেক দূর্যোগ এসেছে। মানুষ সেগুলোকে কাটিয়ে আবার নতুন পথ চলা শুরু করেছে। আমরাও একদিন এই মহামারি কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে পারবে। তবে এর জন্য আমাদেরকে সবাইকে সকল নিয়ম মেনে চলতে হবে। পরিবেশকে রক্ষা করতে হবে । বেশি বেশি গাছ লাগাতে হবে। এই মহামারির সময় চেষ্টটা করতে হবে অন্যকে যতটা সম্ভব সাহায্য করার।

অসাধারণ বিষয় নিয়ে লিখেছেন দাদা। অনেক সুন্দর লিখনি আপনার। আশা করি সামনের আরও আমরা আপনার এতো সুন্দর পোষ্ট দেখতে পারব। আপনার জন্য অবিরাম ভালোবাসা আর শুভ কামনা। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ:)

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে বুঝিয়েছেন গোটা ব্যাপারটা, খুবই ভালো এ+ মানের কমেন্ট করেছেন আপনি । নিজেদের স্বাস্থ্যসচেতনা বাড়ানোর পাশাপাশি প্রকৃতিকে আরো বেশি সুরক্ষিত রাখতে হবে, কারণ প্রকৃতির প্রতিশোধ যে কি নির্মম হতে পারে তা আমরা এই শতকে ভালো ভাবেই প্রত্যক্ষ করছি ।

ধন্যবাদ দাদা আপনার এতো সুন্দর একটা মতামত দেওয়ার মাধ্যমে আমার উৎসাহটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা।❤️

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92268.82
ETH 3102.93
USDT 1.00
SBD 3.03