You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৭ (Weekly Hangout -7 Report)

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চায়, গত সপ্তাহের হ্যাংআউট রিপোর্টের সেরা কমেন্ট প্রতিযোগিতায় আমাকে নির্বাচন করার জন্য।

বরাবরের মতো আজকেও বলতে হয় যেন আমু গত বৃহস্পতিবারের হ্যাংআউটটা পূর্ণ প্রচার শুনছি। আপনার এই নিক্ষুদ স্মৃতি শক্তির এই দক্ষতাটা বেশ অবাক করেছে। প্রতিটা হ্যাংআউট রিপটায় আপনে চেষ্টটা করেন গুছিয়ে সব চেয়ে বেশি সুন্দর করে বলার এবং আমি মনে করি আপনে সেই কাজটা সফলভাবে করতে পারেন এবং সামনে আরও সফলতার সাথে করবেন।

এবারের হ্যাংআউটটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। কারণ যারা সার্পোট পাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেন। তাদেরকে সকল বিষয় বোঝানো হয়েছে। যেট আমাদের সবার জন্য একটা দরকারি বিষয়। মূলত আমাদের সবাইকে কমিউনিটিতে অ্যাকটিভ হতে হবে। শুধু পোষ্ট করলেই চলবে না। অন্যদের পোষ্টে গিয়ে আমাদের নিজেদের মত বিনিময় করতে হবে।

আশা করি আপনার এই হ্যাংআউট রিপোর্ট দেখে যারা হ্যাংআউটে ছিল না, তারা হ্যাংআউটে থাকার গুরুত্বটা বুঝতে পারবে এবং এরপর থেকে অবশ্যই প্রতিরা হ্যাংআউটে যুক্ত হবে।

আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে আমাদেরকে সাহায্য সহ শত ব্যস্ততার মাঝেও এতো সুন্দর একরা হ্যাংআউট রিপোর্ট উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 80219.81
ETH 1886.70
USDT 1.00
SBD 0.78