Photography-গ্রামের সবুজ প্রকৃতি ।(10% beneficiaries for @shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান রাব্বুল আলা-আমীন এর অশেষ রহমতে ইনশাল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর এক দফায় আপনাদের আছি আমি Raju47 আজকে আমি দেখাতে চলেছি আমার গ্রামের সবুজ প্রকৃতি। দৃষ্টিনন্দন সবুজ শাক সবজির থেকে শুরু করে মোটামুটি সবকিছুরই গাছপালা ও প্রকৃতি ভিডিওগ্রাফির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার খুবই ভালো লাগে গ্রামে এই শীতের আমেজ সাথে গ্রামের মানুষের সাথে সবুজ প্রকৃতির যে টান, নীবীর যত্নে চাষাবাদ এবং মাটির সাথে মিশে যারা বড় হয়েছে তার মূল ক্ষেত্র এই গ্রামের মানুষ।গ্রামের মানুষের জিবীকার প্রধান উৎস হলো চাষাবাদ। আমি আজকে গ্রামের সবুজ ফসল ফলাদি নিয়েই আমার আজকের ভিডিওগ্রাফি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক......
ভিডিও
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
এটি হলো পাকা করোলা। পাকা করোলা ভর্তা হয়তো বা অনেকেই খায়নি কিংবা শোনেওনি। পাকা করোলা ভর্তা রেসিপি একদিন নিয়ে আসবো,দেখবেন। খুবই মজাদার একটি ভর্তা করলার উপকারিতা -করলার ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে এবং ম্যালেরিয়া জ্বরে স্বাভাবিকতার সস্তি দেয়।এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত পরিষ্কার করে।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
এগুলো হলো মিস্টি আলুর গাছ। মিস্টি আলুর গুনাগুন সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন। মিস্টি আলুতে আছে পটাশিয়াম,ফাইবার এবং ম্যাগনেশিয়াম।এ আলুর উপকারিতা হলো ওজন কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। এছাড়াও অনেক গুনাগুন সমৃদ্ধ এই মিস্টি আলু।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
শীতকালীন সবজি শিম। আমার পছন্দের সবজির মধ্যে একটি। অনেক ধরনের রেসিপি আছে এই শিমের। সুস্বাদু বটেই আবার অনেক গুনাগুন সমৃদ্ধ এই শিম। শিম হলো খনিজের খুব ভালো একটা উৎস। এর উপকারিতাগুলো হলো-বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধক,চুল এর সাস্থ সমৃদ্ধ করে এবং কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীদের জন্য উপকারী।
লাল সিম |
---|
সাদা সিম |
---|
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
কাঁচা কলার রেসিপি কার না ভালো লাগে। অধিকাংশ মানুষের পছন্দের একটি সবজি। কাঁচা কলার অনেক উপকারিতা,এর মধ্যে বিশেষ করে- এটি হৃদরোগের ঝুঁকি হ্রাস করে,এটি গ্রহণের ফলে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায় এবং এটি হজমে উন্নতি করে।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
এগুলো হলো পুঁইশাক। যদিও এই সময় টাতে পুঁইশাকের চাষ হয় না। বর্ষাকালে পুঁইশাক ভালো দেখা যায়। এই সময় সকল পুঁইশাকের বীজ দেখা যায়। এর অনেক উপকারিতা আছে,এর মাঝে- পুঁইশাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের রোগজীবাণু দূর করে, শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
পেয়ারা হলো অনেক গুনাগুন সমৃদ্ধ একটা ফল। আমার বাগানে আমি দেশি পেয়ারা গাছ লাগয়েছি আর সেখান থেকেই এই ছবি কালেক্ট করেছি। পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস।পেয়ারা খেলে চোখের রেটিনা ও কোষের সুস্থতা বজায় রাখতে এটি সাহায্য করে। পেয়ারাতে প্রচুর পরিমান অন্যান্য ভিটামিন ও বিদ্যমান।
মোবাইল ডিভাইসঃXiaomi Redmi Note 8
যতটুকু পেরেছি তথ্যমূলক কিছু শেয়ার করার চেষ্টা করেছি,আশা করি আপনাদের ভালো লাগবে।আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশ করি।ভালো থাকবেন সবাই ,সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি @Raju47(dilowar) আমার জীবনের মূল উদ্দেশ্য অন্য সবার থেকে অনেকটা আলাদা।আমি আমার জীবনের যথার্থতা খুজি সবসময়।আমাকে দিইয়ে যা সম্ভব আমি সেইটা নিয়ে ভাবিনা,আমি ভাবি যেসব আমাকে দিয়ে সম্ভব না কেন সম্ভব না সেই কারনগুলো খোজার চেষ্টা করি সবসময়। সুন্দর মুখভরা বুলির থেকে বাস্তব কাজে বিশ্বাসী আমি। নিজের দর্শনকে সবার মাঝে তুলে ধরা আমার এক রকম নেশা। নিজের মানষিক প্রশান্তির কারন আমি নিজের মাঝেই খুজি আর এটাই বুঝি সবার ক্ষেত্রে হওয়া উচিৎ কারন বর্তমান সময়ে নিজেকে ছাড়া কাউকেউই বিশ্বাস করা যায় না সেহেতু .........
ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফ ছিলো একদম প্রফেশনাল লেভেলের। সব চেয়ে বড় কথা হলো আপনি প্রতিটি জিনিসের খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। যা আর কাছে খুব ভালো লেগেছে। আপনার পোস্টের মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই ।
ভাইয়া অনেক সুন্দর আপনি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের ছবিগুলো শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা ছবি গ্রামের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর। অনেক ভালো লাগলো ভাইয়া। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে গ্রামের সবুজ প্রকৃতি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখার মত ছিল। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাই।
➡️ ভিডিওটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। আপনি খুব যত্ন সহকারে এই ভিডিওটি করেছেন। ভিডিওর সাউন্ড আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ছবি ও খুব সুন্দর করে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
ভীষণ ভালো ছিল ছবিগুলো সাথে চমৎকার বর্ণনা। প্রথম ভিডিওটা বেশ চমৎকার হয়েছে।
একটু পরামর্শ দিতে চাই।
একটি খাবার অনুষ্ঠানে যদি প্রথমেই সবথেকে ভালো খাবার পরিবেশন করা হয় তাহলে কিছুটা কম সুস্বাদু খাবার কেউ খেতে চায়না। আশাকরি বুঝতে পেরেছেন।
প্রথমেই ছবিগুলো সুবিন্যস্ত করে দেয়ার পর ভিডিও উপস্থাপন করলে পুরো বিষয়টি চোখ ধাঁধানো হবে 👌
অনেক ভালো থাকবেন দোয়া রইল ♥️
আপনি ঠিকই বলেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শ দেয়ার জন্য।
বাহহ রাজু ভাই অসাধারন কিছু প্রকৃতির ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফির মধ্যে গ্রামের সুন্দর প্রকৃতি ফুটে উঠেছে।শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
গ্রামের সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ।আপনি বিভিন্ন ধরনের সবজির ফটোগ্রাফি করেছেন এক কথায় চমৎকার লাগছে ।এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
গ্রামের সবুজ প্রকৃতি আমার ভিশন পছন্দ অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম ভিডিও টি দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো
আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই এমন উৎসাহমূলক মন্তব্য করার জন্য।