নেশা লাগিলো রে, বাকা দুই নয়নে নেশা লাগিলো রে || ১০% 'লাজুক-খ্যাক' এর জন্য 🦊

♨️ শুভেচ্ছা সবাইকে ♨️


আশা করছি @amarbanglablog এর সকল মেম্বাররা ভালই আছেন। আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। সবাইকে আমার সালাম, আদাব এবং নমস্কার জানিয়ে আজকের পোস্টটি লেখা শুরু করছি।আজকে আমি আমাদের দেশের খুবই জনপ্রিয় হাছন রাজার একটি গান আপনাদের মাঝে পরিবেশন করবো। গানটি আশা করি সবারই জানা আছে এবং আরো আশা করছি আপনাদের গানটি ভালো লাগবে।


0001-7156523633_20210903_232942_0000.png
মূল ছবির লিংক

ক্যানভা দিয়ে তৈরি করা

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


যেহেতু আমরা আজকে হাছন রাজার গান শুনব তার আগে আমরা চলুন হাছন রাজার সম্পর্কে একটু জেনে নেইঃ
হাছন রাজার প্রকৃত নাম ছিল দেওয়ান হাছন রাজা। নামের সাথে রাজা থাকলেও তিনি আসলে রাজা ছিলেন না তিনি ছিলেন একজন জমিদার। আর তার জমিদারিত্ব অর্জিত হয়েছিল পূর্ব অধিকার সূত্রে। সিলেটের সুনামগঞ্জে তিনি বেড়ে উঠেন এবং সেখানেই তার জমিদারিত্বের প্রভাব চলতে থাকে। হাছন রাজার বাল্যকাল খুব দুরন্তপনায় কেটেছে। যৌবনে হাছন রাজা দেখতে একজন সুদর্শন পুরুষ ছিলেন। কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও হাছন রাজা ছিলেন স্বশিক্ষিত। তার এই স্বশিক্ষিত অবস্থার কারণে তিনি প্রায় সহস্রাধিক গান রচনা করতে পেরেছেন। এইসব গানের মধ্যে কিছু কিছু গান বাংলার মাঠে ঘাটে দারুন ভাবে ছড়িয়ে পড়েছে। জমিদার হিসাবে তিনি প্রচণ্ড রকমের ভোগবিলাসী এবং নারী লিপ্সার অধিকারী ছিলেন। যার কারনে প্রজাদের সাথে তার মনোমালিন্য এবং দূরত্বের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তার মায়ের মৃত্যুতে তার বোধোদয় হয়। সে তার ভুল বুঝতে পারে এবং সুন্দর জীবন যাপন শুরু করে।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

গানটি আমি নিজের মতো করে লয় কমিয়ে গাওয়ার চেষ্টা করেছি।এতে করে গানটি আরো বেশি মেলোডিয়াস লাগবে।

লিরিক্সঃ

নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে..
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে.
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে.
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে....
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে..
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে..
ছটোফটো করে হাছন দেখিয়া চাঁদ মুখ
হাছন জানের মুখ দেখিয়া
হাছন জানের মুখ দেখিয়া
জনমের গেলো দুখ....
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে..
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে.
হাছন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে
চিরাবারা হাছন রাজার
চিরাবারা হাছন রাজার
বুকের মাঝে ফুটে....
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে..
নেশা লাগিলো রে
বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে.
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে.
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে....
নেশা লাগিলো রে

গানের প্লটঃ
এই গানের প্লট সম্পর্কে আমি দুই ধরনের মতামত পেয়েছি।
১.যেহেতু হাছন রাজা খুবই নারীলোভী ছিল সেহেতু সে প্রায়ই নর্তকী এনে নাচাতো এবং তা উপভোগ করত। একদিন এক নর্তকী যার নাম ছিল পেয়ারি। যে কিনা রূপে-গুণে এতটাই মনমুগ্ধকর ছিল যে হাছন রাজা তাকে নিয়ে এই গানটি রচনা করে ফেলে।
২.এই গানটি হাছন রাজা তার নিজের সত্তাকে উদ্দেশ্য করে গেয়েছেন। পেয়ারি এবং হাছনজান এই দুটো শব্দ ব্যবহারের মাধ্যমে তিনি তার নিজের সত্তাকে বোঝাতে চেয়েছেন।

বেশ কয়েকদিন পর কমিউনিটিতে সবার পরিচিত এবং খুব জনপ্রিয় একটি গান করলাম। আমার গানটি কেমন লাগলো আশা করছি সদুত্তর কমেন্টে দিবেন। পরবর্তীতে গান করার জন্য আরও উদ্দীপনা যোগাবেন আপনাদের কমেন্ট এবং আপ ভোটের মাধ্যমে। এই কামনা ব্যক্ত করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোন পোস্টে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে 🙏💝

Sort:  
 3 years ago 

হাছন হয়তো নারিলোভী। আর নারিলোভী মানুষের অভাব নেই। তবে ওনার শিল্পীস্বত্তা অত্যন্তই ভালো।

তোমার গলাটা বেশ ভালো, গানের তালটা দারুন দিয়েছে। সাথে Ukulele সঙ্গত টাও খুবই সুন্দর। ❤️

ধন্যবাদ দাদা।খুবই অনুপ্রেরণা পেলাম 💝

 3 years ago (edited)

খুব সুন্দর গেয়েছেন ভাই। আপনার গানের গলা খুব মিষ্টি। শুভেচ্ছা অবিরাম।

ধন্যবাদ দাদা প্রশংসার জন্য 🙏

ভাইরে ভাই আপনি তো পুরাই প্রফেশনাল গায়ক😮গিটার বাজানোর অভিজ্ঞতা যেমন সুন্দর সুরটা ও মাশাল্লাহ।সত্যিই গানটি খুব সুন্দর হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ ভাই❤️❤️

শুভেচ্ছায় @sabbirrr

মিউজিক কে প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছা কখোনো ছিলনা এবং এখোনো নেই।শুধুমাত্র মনের আনন্দে করা।গানটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। দোয়া রাখবেন আমার জন্য। ধন্যবাদ আপনাকে ভাই

দোয়া এবং ভালোবাসা অটুট থাকবে ভাই 🙂

আপনি অনেক সুন্দর গিটার বাজাব ভাই। আর আপনার গলাও খুব সুন্দর।৷

শুভকামনা রইল। 💗

ধন্যবাদ আপনাকে 🙏💙

 3 years ago 

দাদা, আপনার তুলনা আপনি নিজেই। 🤪❤️ আপনার অনেক বড়ো ফ্যান আমি। অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা নিবেন। আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিবেন ।

হাহাহা দাদা আরও আরও ভালোবাসা দিবেন। আর আপনি আপনার জাদুকরী কন্ঠে আমাদের গান শুনিয়ে ধন্য করবেন। 😍😍😍

 3 years ago 

সত্যি কথা বলতে ভাই আমি আপনার গানের অনেক বড় একজন ভক্ত হয়ে গেছি। আপনার কন্ঠের গানগুলো আমার অসাধারণ লাগে। এইরকম গান আরও পোস্ট করতে থাকুন।

অনেক ধন্যবাদ ভাই৷ এরকম ভাবে ভালোবেসে গেলে তো অবশ্যই আরো ভালো ভালো কাজ আসবে।কৃতজ্ঞতা প্রকাশ করছি

 3 years ago 

💖💖

 3 years ago 

গানটি শুনে অনেক ভালো লাগলো ভাই, অনেক সুন্দর গেয়েছেন, আপনার জন্য শুভকামনা রইলো 🥀

আপনাকে অনেক ধন্যবাদ ভাই,সুন্দর মন্তব্যের জন্য

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

ক্যানভা দিয়ে ছবি এডিট করলে সেটা কপিরাইট ফ্রি হিসেবে গণ্য হবে না। আপনি মূল বিষয়বস্তু ছবিটি কোথা থেকে ডাউনলোড দিয়েছেন?

মুল ছবিটি কপিরাইট ফ্রি ভাই। google e common Creative licence diye download করেছি।আমি কি লিংক এড করে দিবো?

 3 years ago 

Link must

Already added.you can check 😊

 3 years ago 

প্রধান শিল্পীর চাইতে আপনার গলায় বেশি সুন্দর লাগলো।😊

অনেক অনেক ধন্যবাদ ভাই 💝

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 90526.91
ETH 3112.25
USDT 1.00
SBD 2.96