দূরত্ব ভালোবাসা কমায় না

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দূরত্ব ভালোবাসা কমায় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


art-1839006_1280.jpg



লিংক


আসলে অনেকে মনে করে যে ভালোবাসা এমন একটা জিনিস যা কাছে থাকলে বাড়ে। আমার কাছে মনে হয় যে যারা মানুষকে প্রকৃত ভালোবাসে তারা কিন্তু তাদের ভালোবাসায় যদি দূরত্ব থাকে তবুও কিন্তু তাদের ভালোবাসা কমে না। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যা কিন্তু মানুষের মনের ভেতর থেকে চলে আসে। আর এই ভালোবাসাকে নিয়ে যারা ব্যঙ্গ করে এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করার চেষ্টা করে তারা জীবনে কখনো প্রকৃত ভালোবাসা পেতে পারে না। এই পৃথিবীতে আমরা অনেকেই দেখি যারা আমাদের ভালোবাসার মানুষটিকে ছেড়ে অনেক দূরে কাজকর্ম করার জন্য চলে যায়। আসলে আমাদের ভালোবাসার মানুষকে একটু ভালো রাখার জন্য কিন্তু আমাদের নিজেদের গৃহ থেকে দূরে গিয়ে সেখানে অর্থ উপার্জন করতে হয়।


কিন্তু আমরা যদি আমাদের ভালোবাসার মানুষকে মন থেকে ভালবাসি তাহলে যতই তাদের ছেড়ে দূরে চলে যাই ততই তাদের প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি পায়। আসলে যারা বলে যে দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায় তারা কিন্তু ঠিক কথা কখনোই বলে না। কেননা যারা জীবনে কখনো কাউকে ভালোবাসে না তারা কিন্তু দূরে গেলেও তাদের ভালোবাসার মানুষের তেমন কিছু আর যায় না। আসলে দুজন দুজনকে ভালোবাসলে সেখানে কিন্তু প্রকৃত ভালোবাসা ফুটে ওঠে। কিন্তু দুজনের মধ্যে একজন যদি মন প্রাণ দিয়ে ভালোবাসে আর একজন অন্যজন ব্যক্তিকে মন থেকে কখনো ভালোবাসে না এবং তাকে ছেড়ে দূরে থাকতে পারলে সে ভালো থাকে তাহলে সেখানে কখনো ভালোবাসা প্রকৃত হতে পারে না। শুধুমাত্র সেই মানুষটি সারা জীবন কষ্ট পায় যে তার আপন মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালবেসেছিল।


আসলে ভালোবাসা একটা পবিত্র জিনিস। আর বর্তমান সময়ে মানুষ এই ভালোবাসাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ কর্ম করে। আর যারা ভালোবাসা নিয়ে খারাপ কাজকর্ম করে তারা জীবনে কখনো সুখী হতে পারেনা। কেননা অন্যকে কষ্ট দিয়ে যদি আমরা নিজেরাই সুখী হতে চেষ্টা করি তাহলে আমরা কখনো সুখী হতে পারব না। আসলে ভালোবাসার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি থাকে। যে শান্তিটুকু আমরা হাজার হাজার কোটি টাকার বিনিময়ে কখনো পূরণ করতে পারবো না। আসলে এই পৃথিবীতে এখন প্রকৃত ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আর আমরা যদি আমাদের ভালবাসার মানুষকে ছেড়ে দূরে চলে যাই তাহলে সেই মানুষগুলো আমাদের দুঃখ কষ্ট কখনো বোঝেনা। আসলে শুধুমাত্র তারা তাদের নিজেদের স্বার্থ নিয়ে সবসময় চিন্তা করে।


আসলে এই পৃথিবীতে যারা স্বার্থপর লোক তাদের আপনি যতই ভালোবাসেন না কেন তারা কিন্তু আপনাকে কখনো মন প্রাণ দিয়ে ভালবাসবে না। আসলে তাদের ভালোবাসাতে সব সময় একটা ছলচাতুরি লুকিয়ে থাকে। আর যেখানে দুজন দুজন মানুষকে সবসময় কাছে চায় এবং যতই দূরে থাকুক না কেন তাদের মধ্যে ভালোবাসা কখনো একটুও কমেনা সেখানেই কিন্তু প্রকৃত ভালোবাসা খুঁজে পাই আমরা। আসলে এই পৃথিবীতে মানুষ সব সময় চেষ্টা করে তাদের প্রিয় মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য। আর তার প্রিয় মানুষটিকে সুখে শান্তিতে রাখার জন্য তাকে কিন্তু অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। শুধুমাত্র তাদের প্রিয় মানুষটির মুখের হাঁসি দেখার জন্য তারা এত বেশি কষ্ট করে সারাদিন। আর এই জন্য যারা বলে যে ভালোবাসা দূরত্ব বাড়লে কমে যায় তারা এই কথাটি সবসময় ঠিক বলে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94830.42
ETH 3267.45
USDT 1.00
SBD 6.93