অকুতোভয় সৈনিক (ষষ্ঠ পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তারা দেখে শুনে রিসাদের জন্য সুন্দর একটি পাত্রী ঠিক করে। পরবর্তীতে মহা ধুমধাম এর সাথে রিশাদের বিয়ে হয়ে যায়। বিয়ের দু বছরের মাথায় রিশাদের পরিবারে ফুটফুটে একটি সন্তান জন্ম নেয়। সবকিছু মিলিয়ে রিশাদের জীবনটা অনেক সুন্দর ভাবে এগিয়ে চলছিলো। রিশাদের প্রফেশনাল ক্যারিয়ার টাও ভালোভাবেই আগাচ্ছিলো। এর ভেতরে দেশের সীমান্তে চরমপন্থীদের উপদ্রব দেখা দেয়। তারা সীমান্ত অতিক্রম করে মাঝে মাঝেই দেশের ভেতরে ঢুকে সাধারণ মানুষদের উপর অত্যাচার করতে থাকে। খুনখারাবি, লুটতরাজ সীমান্তের নিত্যদিনের কর্মকাণ্ডে পরিণত হয়।

Copy of What kinds of change steemit can bring in our society_20240814_234136_0000.png

সীমান্তরক্ষী বাহিনী তাদের সাথে কুলিয়ে উঠতে পারে না। তখন সেনাবাহিনীর পক্ষ থেকে সাহায্য করার জন্য সৈন্য পাঠানো হয় সীমান্তে। নিজের ক্যান্টনমেন্টে রিশাদের অনেক সুনাম থাকায় তাকেও এই মিশনে পাঠানো হয়। রিশাদ ও এই মিশনে যেতে আগ্রহ প্রকাশ করে। বিশাদদেরকে সীমাতে পাঠানোর আগে খুব ভালোভাবে পরিস্থিতি বুঝিয়ে দেয়া হয়। তাদেরকে বলে দেয়া হয় যেহেতু এটা অন্য কোন দেশের সাথে সরাসরি যুদ্ধ নয়। তাই এখানে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেখানে যাবে সেখানে বেশিরভাগই আমাদের দেশের জনগণ।

তাই সন্ত্রাসীদের কে মোকাবেলা করতে গিয়ে যেনো জনগণের কোনো ক্ষতি না হয়। সেদিকে সবচাইতে আগে নজর রাখতে হবে। আর এই সন্ত্রাসীদের কে নির্মূল করতে হলে সবচাইতে প্রথমে সীমান্তবর্তী মানুষগুলোর ভেতরে সাহস ফিরিয়ে আনতে হবে। তারা সবাই সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে কারো কাছে মুখ খোলে না। তাই তাদের ভেতরে সন্ত্রাসীদের ভয় কাটাতে হবে। তাদের সাথে ভালোভাবে মিশে যেতে হবে। যাতে তারাই পরবর্তীতে সন্ত্রাসীদের বিচরণের খবর আর্মিদের কে সরবরাহ করে। (চলব)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62613.64
ETH 2438.01
USDT 1.00
SBD 2.67