বন্যা ট্যুর!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমি খুব খারাপ একটি ব্যাপার নিয়ে লেখালেখি করতে এসেছি।অর্থাৎ ব্যাপারটি যে কতোটা জঘন্য। সেটা আমি একটু বিস্তারিত লিখলে তবেই বুঝতে পারবেন। কারণ অনেকে যারা সোশ্যাল মিডিয়ায় একটু কম অ্যাক্টিভ কিংবা আসলে সাধারণত ঘরের কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকাটা অনেক বেশি কঠিন তো তারা হয়তো বুঝতে পারছেন না যে বন্যা ট্যুর এর অর্থ কি।
বর্তমানে আমাদের দেশের বন্যা পরিস্থিতি যে কতোটা খারাপ সেটা আমাদের কারোরই অজানা নয়। কিন্তু এই যে বন্যা তে কিন্তু অনেকেই অনেক ত্রাণ সামগ্রী দিচ্ছে কিংবা বিভিন্নভাবে সহযোগিতা করছে। অর্থাৎ প্রতিটা মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে সহযোগিতা করছে। এখন মূল বিষয়টি হলো, এই বন্যা কবলিত মানুষগুলোকে যতোই সহযোগিতা করা হোক না কেনো। তাদের ক্ষতি এতোটাই অপূরনীয় যে। এটা কখনোই একেবারে পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ বলা চলে এটা একেবারে অকল্পনীয় একটি ক্ষতি। শুধু যে ঘর বাড়ি চলে গিয়েছে তা নয়। তাদের আপনজনেরা পর্যন্ত হারিয়ে গিয়েছে।
এখন এতো বিপদের মাঝেও আসলে পুরো দেশের প্রতিটি মানুষ তাদের নিজের জায়গা থেকে সহযোগিতা করছে। সে সাথে যেটা না বললেই নয়। ওই বন্যা কবলিত স্থানগুলোতে যারা ভলেন্টিয়ার হিসেবে যাচ্ছে। তারা কিন্তু একেবারে তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। তার কারণ ওইখানে নাকি পানির এতো বেশি স্রোত যে। একটা ট্রাক পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, যেখানে একটা ট্রাক কে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেখানে মানুষকে ভাষাতে কিন্তু ওই পানির কোনো কষ্ট হচ্ছে না।
এখন এমতাবস্থায় দেখা যাচ্ছে যে। অনেক ছেলেমেয়ে বন্যা টুর দিতে যাচ্ছে। অর্থাৎ কিছু টাকা ডোনেশন তুলে। সেই টাকা দিয়ে একটা বোট ভাড়া করে অল্প কিছু ত্রাণ সামগ্রী নিয়ে তারা ২০ থেকে ২৫ জন সেই বন্যা কবলিত স্থানগুলোতে যাচ্ছে সেলফি তুলছে, ভিডিও করছে, ভ্লগ করছে!যেখানে ওই সাধারণ বোট গুলোর ধারণ ক্ষমতা হলো ৩০ জন। সেখানে যদি ২৫ জন ভলেন্টিয়ার ই থাকে। তাহলে কয়জন মানুষকে বাঁচাতে আর পারবে, আপনারাই বলুন!এই হলো কিছু কিছু অসভ্য ছেলেমেয়েদের অবস্থা। তারা বন্যা কবলিত মানুষদের সাহায্য তো দূরে থাক। তারা মূলত যাচ্ছে ট্যুর এ।সত্যি বলছি এই মানুষগুলোকে যদি আমার হাতে পাই। তাহলে আমি সত্যিই ওই পানির মধ্যেই তাদেরকে চুবিয়ে দিতাম!