কয়েন কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে একটি সতর্কীকরণ পোস্ট শেয়ার করি। কারণ সব সময় নিজের অভিজ্ঞতা, নিজের জানাশোনা সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে বলা চলে।

অনলাইন জগতের বড় একটি ব্যাপার হলো ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ ক্রিপ্টো ওয়ার্ল্ড। যে পৃথিবীতে টাকার ছড়াছড়ি। আসলে আমরা সকলে এমনটাই ভাবি। কিন্তু এই পৃথিবী যে কতোটা জটিল, কতোটা স্পর্শকাতর। সেটা যারা শুরুর দিকে থাকে, ওরা কখনোই বুঝতে পারে না। আমি বলছি না যে আমি অনেক বেশি বুঝতে পারি, আমি বিশাল বিজ্ঞ মানুষ।এই ক্ষেত্রে মোটেও তা নয়। কিন্তু এমনটাও আবার নয় যে, একেবারেই কিছু না বুঝেই এই জগতে পা দিয়ে ফেলেছি।

আসলে এই ক্রিপ্টো কারেন্সি জগৎটি যেমন অনেক আনন্দময়। ঠিক তেমনটাই অনেক বেদনার, অনেক সময় এই জগত হয়ে উঠে মানুষের জীবনের একমাত্র সফলতা। আবার অনেক সময় এই জায়গাটাই, এই জগৎটাই হয়ে ওঠে একটা মানুষের মৃত্যুর কারণ। তাই ভাবলাম যে তা নিয়ে একটা সতর্কীকরণ পোস্ট সকলের সাথে শেয়ার করা উচিত।

সাধারণত বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির কয়েন কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ বেশিরভাগ দেখা যায় যে, অনেক কয়েন একেবারে স্ক্যাম বের হয়। অর্থাৎ সেই কয়েনটি প্রমোশন দিয়ে কিংবা মালিক একটা পর্যায়ে সবকিছু বিক্রি করে বের হয়ে যায়। এই ধরনের কয়েনগুলোতে সাধারণ মানুষ অনেক বেশি লস করে। অর্থাৎ একেবারে সবকিছু হারিয়ে ফেলে বলা চলে। তাই যখন আপনারা কয়েন কিনবেন, তখন ওই কয়েন সম্পর্কে ভালোভাবে বিবেচনা করে সবকিছু বুঝে শুনে এরপরে কিনবেন। কারণ তাছাড়া হয়তো অনেক সময় অনেক বড় লসের শিকার হতে পারেন আপনি। সাথে কয়েন বাই সেল করার ক্ষেত্রে অবশ্যই একটু পড়াশোনা করে নেওয়া উচিত। কারণ এই বিষয়ে জ্ঞান অর্জন করা অনেক গুরুত্বপূর্ণ। আর জ্ঞান যতো বেশি থাকবে আমরা কাজ ততোই ভালো কর‍তে পারবো।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23