উন্নত জীবনের আশায় জীবন বিসর্জন (তৃতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পরদিন সকালে শাকিলের বাবা শাকিলকে ডেকে পাঠায়। বাবার রুমে ঢুকে শাকিল জিজ্ঞেস করে বাবা কিছু বলবে? তখন শাকিল এর বাবা শাকিলকে জিজ্ঞেস করে তুমি নাকি বিদেশ যেতে চেয়েছো? তখন শাকিল বলে চাকরি-বাকরির অনেক চেষ্টা করলাম। কিন্তু কিছু তো হোলো না। সেই জন্য এখন সিদ্ধান্ত নিয়েছি বিদেশ যাবো। আমার ছোটবেলার এক বন্ধু ও অনেকদিন আগে বিদেশ গিয়েছে। সে এখন খুব ভালো আছে। তখন শাকিলের বাবা তাকে জিজ্ঞেস করে বিদেশ যে যেতে চাও তোমার বিশ্বস্ত কোনো লোক আছে? যারা বিদেশে লোক পাঠায়।


তীব্র গরমে অসহনীয় ঢাকা শহর_20240501_211619_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

তখন শাকিল তার বাবাকে এই বলে আশ্বস্ত করে তুমি কোনো চিন্তা কোরো না বাবা। আমি চেনা জানার ভেতরে কাউকে খুঁজে বের করবো। তাছাড়া সাজিদ বলেছে সে আমাকে এই ব্যাপারে সহায়তা করবে। সেদিনই শাকিল সাজিদকে ফোন দিয়ে বলে তুই আমাকে বিদেশে যাওয়ার ব্যাপারে হেল্প করতে পারবি? তখন সাজিদ শাকিলকে বলে আমার এক পরিচিত লোক আছে বাংলাদেশে। সে তোকে এ ব্যাপারে সাহায্য করবে। তুই তার সাথে যোগাযোগ কর। তখন সাজিদ শাকিলকে একজনের নাম্বার দেয়। পরদিন শাকিল সেই লোকের সাথে দেখা করে।


সাজিদের সেই পরিচিত সেই লোক শাকিল যেতেই বলে তোমার কথা সাজিদ আমাকে বলেছে। কোন চিন্তা করো না তোমাকে ইতালি পাঠানোর দায়িত্ব আমার। তখন শাকিল তাকে জিজ্ঞেস করে কত টাকা লাগবে যেতে? তখন সেই লোক বলে সবার কাছ থেকে তো বিশ লাখ টাকা করে নেই। তুমি যেহেতু সাজিদের পরিচিত তাই তুমি ১৫ লাখ টাকা দিলেই হবে। এতো টাকার কথা শুনে শাকিল কিছুটা ঘাবড়ে যায়। সে চিন্তা করে তার বাবা রিটায়ারমেন্ট এর পরে এককালীন মাত্র ২০ লাখ টাকা পেয়েছে। সেখান থেকে ১৫ লাখ টাকা সে নিয়ে নিলে তাদের আর তেমন কিছুই অবশিষ্ট থাকবে না।


তখন শাকিল সেই লোকটাকে বলে ভাই কিছু কম নেয়া যায় না? উত্তরে সেই লোকটা জানায় এর থেকে কমে সম্ভব না। তখন শাকিল তাকে বলে ঠিক আছে আমি দু-একদিনের ভেতর আপনাকে জানাচ্ছি। সেখান থেকে ফেরার পথে শাকিল চিন্তা করতে থাকে তার বাবা এতগুলো টাকা দিতে রাজি হবে কিনা। কারণ বিদেশ যেতে গিয়ে অনেকের টাকায় খোয়া যায়। সে চিন্তা করে যেহেতু এই লোক সাজিদের পরিচিত তাই এখানে তার কোনো সমস্যা হবে না। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 9 days ago 

শাকিল এর খুবই ভুল সিদ্ধান্ত হবে বাবার এতগুলো টাকা দিয়ে বিদেশ যাওয়ার। কারণ এই টাকার কোন গ্যারান্টি নেই। এই টাকা মার যাওয়ার সম্ভাবনা থাকে। তার বাবার সারা জীবনের সঞ্চয় এটি। অনেকে জীবনে এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়। জানিনা শাকিলের জীবনে কি ঘটেছিল। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 9 days ago 

আপনার অসাধারণ গল্পটি প্রথম পর্ব থেকে পড়তেছি। এক পর্ব শেষ করে আরেক পর্বের অপেক্ষা থাকি। বাবার রিটায়ারমেন্ট এর পরে এককালীন ২০ লাখ টাকা পেয়েছে। আর সেখান থেকে ১৫ লক্ষ টাকা শাকিল বিদেশে যেতে দিতে হবে। বিশাল রিস্কের বিষয়। ফিনিশিং এর অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ধারাবাহিকভাবে এমন একটি গল্প উপহার দেয়ার জন্য।

 8 days ago 

শাকিলের উচিত ছিলো অল্প টাকা দিয়ে অন্য কোনো দেশে যাওয়া। কারণ ১৫ লাখ টাকা দিয়ে ইতালি যাওয়ার সামর্থ্য শাকিলদের নেই। তার বাবার পেনশনের ২০ লাখ টাকা থেকে যদি ১৫ লাখ টাকা চলে যায়,তাহলে আর মাত্র ৫ লাখ টাকা জমা থাকবে। এতে করে তাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়ে যাবে। আর টাকা মার গেলে তো তাদের পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 59589.10
ETH 3257.79
USDT 1.00
SBD 2.40