প্রিয়জন থেকে অপ্রয়োজন
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা আমাদের প্রিয়জনদের কাছে অনেকটা স্পেশাল হয়ে থাকি।অর্থাৎ যখন কেউ আমাদের প্রিয়জন বলে। তখন কিন্তু তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসি। কারণ আমাদেরকে বেশি ভালোবাসে বলেই আমরা তাদের প্রিয়জন হই কিংবা তারা আমাদের প্রিয়জন হয়। কিন্তু এই যে প্রিয়জনদেরকে প্রয়োজন হওয়ার যে ব্যাপারটি। সেটার সাথে আমরা সকলেই অনেক বেশি পরিচিত। কারণ আমরা বেশিরভাগ মানুষ দেখি যারা প্রিয়জনকে অনেক সময় প্রয়োজন হিসেবে বানিয়ে নেই। অর্থাৎ তখন সে আর প্রিয়জন থাকে না।
কিন্তু এসব কিছুর ভিড়ে যে ব্যাপারটা আরো আশ্চর্যজনক। সেটা হলো, প্রিয়জন থেকে একেবারে অপ্রয়োজনীয় হয়ে ওঠার। অর্থাৎ কিছু কিছু মানুষ দেখবেন আমাদেরকে একসময় অনেক বেশি ভালোবাসে। আবার হুট করেই তাদের আচরণে বোঝা যায় যে, তাদের কাছে বর্তমানে আমরা একেবারেই অপ্রয়োজনীয়, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। অর্থাৎ তাদের এখন আমরা না হলেও চলে। আমরা না থাকলে আরো বোধহয় একটু ভালোই হয়।
আমার কাছে মনে হয় পৃথিবীর খুব খারাপ লাগা কিংবা খুব খারাপ মুহূর্ত গুলোর মধ্যে এটা একটি। কারণ আপনার সামনের মানুষ যে আপনার প্রিয়জন। তার মনের খবর আপনি বুঝতে পারছেন এবং তার মনে এটাই চলছে যে, আপনি না থাকলেই ভালো হয়। আপনি এখন তার অপ্রয়োজনীয় এর খাতায়। তখন সেটা সহ্য করা কিংবা সেটাকে মেনে নেওয়া অনেক বেশি কঠিন হয়ে পরে।তাই প্রিয় জন থেকে অপ্রয়োজন হওয়ার জার্নিটা যতোই অল্প সময়ের ই হোক না কেনো। সেটা হয় খুব বেশি তিক্ততার এবং কষ্টের। কারণ ওই যে বললাম, ব্যাপারটি মেনে নেওয়াই যায় না।পৃথিবীর কোনো মানুষের যেনো প্রিয়জন থেকে অপ্রয়োজনীয় মানুষ হতে না হয়। কারণ এটা সত্যিই অনেক বেশি তিক্ততার।