নেশা করে গাড়ি চালাবেন না
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নেশা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমাদের এই জীবনটা বহু মূল্যবান। কেননা এই জীবনটা যদি একবার চলে যায় তখন আমরা কিন্তু এই মূল্যবান জীবনে আর কখনো খুঁজে পাবো না। আসলে বর্তমান সময়ে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখছি যে যুব সমাজের ভিতরে নেশার নামক জিনিসটা অনেক বেশি ছড়িয়ে গেছে। আসলে এই যুবসমাজ যদি নেশায় আসক্ত হয় তাহলে আমাদের দেশ কি করে সামনের দিকে এগিয়ে যাবে। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে এই যুব সমাজের উপর। কেননা আমাদের এই পৃথিবীর নিয়ম হল পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হবে এবং নতুনরা সেই জায়গা স্থান করে পুনরায় দেশটাকে নতুন করে পরিচালনা করবে। আর যদি কোন খারাপ জেনারেশনদের হাতে দেশ অর্পণ করা হয় তাহলে সেই দেশ কখনো উন্নত হবে না।
এছাড়াও আমরা একটা বিষয়ে সবসময় খেয়াল করে দেখেছি বিভিন্ন রাস্তার পাশে লেখা থাকে যে নেশা করে কেউ গাড়ি চালাবেন না। কিন্তু অনেক যুবসমাজ রয়েছে যারা নেশা জাত দ্রব্য গ্রহণ করে রাস্তা দিয়ে অনেক স্পিডে গাড়ি চালায়। আসলে তারা যদি একবার এই স্পিডে কোন ধরনের এক্সিডেন্ট করে তাহলে এতে করে তাদের বাঁচার সম্ভাবনা এক পারসেন্ট থাকে না। আসলে কিছুদিন আগে রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম যে আমার পাশ দিয়ে একটা বাইকে তিনজন ছেলে অনেক স্পিডে সামনের দিকে চলে গেল। যদিও আমি মনে মনে ভাবছিলাম যে এরা যদি কোথাও এক্সিডেন্ট করে তাহলে এদের কি অবস্থা হবে। যাইহোক আস্তে আস্তে আমি মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে সামনে ভিড় জমে আছে।
অর্থাৎ সামনে এগোতেই আমি দেখতে পাই যে সেই তিনটি ছেলে একটা বড় ধরনের এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। আর পাশের লোকজন গুলো তাদেরকে রাস্তার থেকে সরিয়ে এক পাশে নিয়ে মাথায় জল ঢাল ছিল। আসলে তেমন একটা বড় ধরনের এক্সিডেন্ট না হলেও বাইকটা কিন্তু আর অক্ষত নেই। কেননা এই এক্সিডেন্ট এর ফলে সেই তিনজনের ক্ষতি কম হলেও বাইকের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। রাস্তার চারিদিকে বাইকের ভাঙ্গা অংশ ভরে আছে। আসলে তেমন একটা ভ্রুক্ষেপ না করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আসলে আমি মনে মনে যে জিনিসটাই ভেবেছি সেই জিনিসটাই হয়েছে। আসলে এভাবে যদি নেশা করে যুব সমাজ অতিরিক্ত স্কুলে গাড়ি চালায় তাহলে এক্সিডেন্ট হওয়ার কথা স্বাভাবিক।
তাইতো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই নেশাকে সবসময় না বলতে হবে এবং নেশার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আসলে যদি কেউ কোন ধরনের নেশা করে তাহলে তাদেরকে অবশ্যই কোন ধরনের যানবাহন চালানো থেকে বিরত থাকতে হবে। আসলে এর ফলে যেমন তাদের ক্ষতি হতে পারে তেমনি রাস্তার পাশের পথচারীদের অনেক বেশি ক্ষতি হতে পারে। তাইতো আমাদের দেশে নেশা জাত দ্রব্য গ্রহণ করে কোন ধরনের গাড়ি চালালে কঠোর শাস্তি পেতে হবে তাদের। আর এজন্য আমাদের সবাই এইসব যুবক জেনারেশনদের বোঝাতে হবে যাতে করে তারা এইসব নেশা জাত দ্রব্য থেকে দূরে থাকে এবং একটা স্বাভাবিক জীবন যাপন পালন করে। কেননা আজকের যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ। আর এদের ভবিষ্যৎ সুন্দর করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আমি সব সময় নেশাকে না বলি। শুধু বাইক চালানোর ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই নেশা করার কারণে আমরা বিপদগ্রস্ত হই। একজন মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে ড্রাইভিং করে সেক্ষেত্রে নিজেও বিপদের সম্মুখীন হয় সেই সাথে অপর্যন্ত বিপদের সম্মুখে নিয়ে আসে।
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা! নেশা শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো সমাজের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আপনার লেখাটি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সুন্দরভাবে সচেতনতার বার্তা দিয়েছে। যদি সবাই এভাবে দায়িত্বশীল হয়ে সচেতনতা ছড়ায়, তাহলে নিশ্চয়ই দুর্ঘটনার সংখ্যা কমবে এবং ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে।
আমাদের সবার উচিত নেশাকে না বলা। এই নেশার জন্যই সংসারে অশান্তি হয় রাস্তায় দুর্ঘটনা হয় অনেক কিছুই হয়ে থাকে। আমাদের প্রত্যেকের জীবন অনেক মূল্যবান। আর এই মূল্যবান জীবনটাকে নেশা করে নষ্ট করা থেকে ভালো কিছু করা অনেক ভালো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলে একজন নেশাখোর মানুষ পরিবারের তথাপি সমাজের বোঝা। কারণ যারা নেশা করে, তারা হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়। এতে করে শুধুমাত্র রাস্তাঘাটে না, বরং বাড়িঘর থেকে শুরু করে যেকোনো জায়গায়, তারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে অনেক সময়। তাছাড়া নেশা করে গাড়ি চালালে তো দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।