বিশ্বাস করলেই যেনো ছুড়ির আঘাত লিখিত!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা দিন দিন আসলে বিশ্বাসের মানুষ হারিয়ে ফেলছি। যেমন আগে একটা সময় ছিলো। যখন আমরা চোখ বন্ধ করেই মানুষকে বিশ্বাস করে ফেলতাম। কারণ আগে সময়টাই ঠিক এমনটা ছিলো। যে আমরা সব সময় মানুষকে বিশ্বাস করতে পারতাম। আর আগের মানুষগুলোও কিন্তু বিশ্বাসের যোগ্যই ছিলো। কিন্তু বর্তমানে সময়টা একেবারেই বদলে গিয়েছে। অর্থাৎ মানুষকে বিশ্বাস করা অনেক বেশি মুশকিল এর হয়ে গিয়েছে।

যেমন আমি যদি এখানের কথাই বলি না কেনো। তাহলে আমি কাজের জন্য অনেক মানুষকে বিশ্বাস করে দেখেছি। আসলে আখেরে দেখলাম যে তারা আসলে তাদের নিজের কাজটাই ঠিকভাবে করে না। এবং নিজের কাজ ঠিকভাবে করে তো না ই। উলটো কি করে আপনাকে বিপদে ফেলবে। সেটাই তারা চিন্তা করতে থাকে। অর্থাৎ ধরুন, আপনি কাউকে কোনো একটা কাজ দিলেন। যেটা পাওয়ার যোগ্যতা হয়তো তার ছিলো না। কিন্তু দেখবেন যে, সে ই একদিন আপনাকে এমন ভাবে আঘাত করছে। যেটা আপনি কখনোই এক্সপেক্ট করেন নি এবং সে আপনাকে এমনভাবে ছুরিটা মারবে। যেটা আপনি কখনো কল্পনা ও করতে পারেননি।

এটাই আসলে আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যাকেই বিশ্বাস করতে চাই না কেনো। শেষমেষ দেখি যে, সে কখনোই বিশ্বাসের যোগ্য ছিলো না। কিন্তু যখন আমরা এই ব্যাপারটি বুঝতে পারি। তখন আসলে অনেকটা দেরি হয়ে যায় এবং সেই দেরিটা এতোটাই হয় যে, আমাদের সেই রাস্তা থেকে ফিরে আসার ও কোনো সুযোগ থাকে না।

আগের অবস্থাটা কিন্তু একেবারেই এমনটা ছিলো না আগে সহজেই মানুষকে বিশ্বাস করা যেতো।কিন্তু কেনো যেনো দিন দিন এখনকার ব্যাপারটা অনেক বেশি অদ্ভুত হয়ে যাচ্ছে অর্থাৎ যেভাবেই হোক মানুষকে কোনোভাবেই বিশ্বাস করা যাচ্ছে না এবং এটা আসলে আমাদের জন্য যে কতোটা খারাপ একটা ব্যাপার। সেটা আমরা কেউ হয়তো কল্পনাও করতে পারছি না।
Sort:  

"আমাদের নিয়তি। 😊

এটা একদিন হয়ে গিয়েছে যেখন আমরা ভাবতেই পারছি না, যেটা অন্য যেকোনো দিনে ঘটবে। এটা আমাদের কল্পনার সীমা ছাড়িয়েই গেছে।

যেহেতু আমরা যাকেই বিশ্বাস করতে চাইনা, এখনও। কিন্তু আসলে এটি আমাদের জন্য যে কতোটা দেরি হয়েছে, তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের সেই রাস্তা থেকে ফিরে আসার সম্ভাবনা এখনও আছে, যদিও অনুপযুক্ত।

ই দিন গলায় আমরা সেই ধারণাটি বুঝতে পারে, এবং এখনও হারিয়ে যাওয়া না দিচ্ছি।

আসলে কেউই আমরা সহজেই বিশ্বাস করতে পারেনি, এখনও।

কিন্তু যদিও ধারণাটি অনেক অদ্ভুত হয়ে উঠেছে, আমরা এখনও সেই পথটি থেকে ফিরে আসার চেষ্টা করছি।

আগেকার বিশ্বাসের যোগ্যতা এখনও অনেক হারিয়ে গেলেই, কিন্তু আমরা সেই পথের দিকে ধাবিক।

যে ভাবে এখনও অদ্ভুত এটি, তা ছাড়িয়ে আমাদের সেই পথের দিকে ধাবিক।

আমার নিয়তি... 😊

শেষ মেলায় এখনও হারিয়ে গেছেন, কিন্তু সেই পথের দিকে ধাবিক।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67