অন্ধ ভক্ত
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
যেকোনো বড় ব্যক্তিত্ব কিংবা যে কোনো সেলিব্রেটি ইন্সুরেন্সার আর যাই বলি না কেন তাদের কিন্তু একটা ব্যান্ডেজ রয়েছে অর্থাৎ যাদের পাগলা ভক্ত বলা যায়।এখানে বর্তমানে আমি খুব সাধারণ ব্যাপার বুঝিয়েছি। অর্থাৎ আমি ধরুন একজন সেলিব্রেটি এখন স্বাভাবিকভাবেই আমার এমন অনেকজন মানুষ হয়েছে বা হবে। যারা আমাকে অসম্ভব রকম ভালোবাসে। অর্থাৎ যারা আমার যে কোনো কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড। অর্থাৎ ধরুন আমি গান গাই। সেক্ষেত্রে আমার ওই ভক্তরা আমার গানের জন্য পাগল বলা চলে। অর্থাৎ আমি শুধুমাত্র এখানে ভক্তের উদাহরণ দিলাম।
এখন আসে অন্ধভক্ত ব্যাপারটাতে। যেটা আমার কাছে অনেক বেশি ভয়ংকর মনে হয়। কারণ ধরুন আমি একজন সেলিব্রেটি কিংবা আমি একজন সিঙ্গার। এখন আমি ভালো গান গাই। তাই আমাকে মানুষ ফলো করে। এই ব্যাপার পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমার গান শোনার জন্য মানুষ পাগল। এই ব্যাপারগুলো ও ঠিক আছে। কিন্তু ধরুন আমি সমাজের একটি খারাপ ব্যাপার প্রমোট করছেন এবং সেখানেও আমার ভক্তরা আমার সাথে থাকছে। এবং আমি যে অসম্ভব ভয়ঙ্কর একটি কাজ করছি। সেটাতেও তারা আমাকে সাপোর্ট করছে। এটাই হলো অন্ধ ভক্তদের সমস্যা।
অনেকেই হয়তো ভাবছেন যে আমি কেনো এ বিষয়টি নিয়ে কথা বলছি। আসলে আমার এ বিষয়টি নিয়ে কথা বলার কারণ হলো বর্তমানে এমন অনেক খারাপ দিক আমাদের সমাজে দেখা দিচ্ছে। যার অনেক সাপোর্টার আর তার একমাত্র কারণ হলো তার প্রিয় ব্যক্তিত্বরা সেই ব্যাপারটিকে সাপোর্ট করছে বলেই ওই মানুষগুলো অন্ধভাবে সে ব্যাপারগুলোকে সাপোর্ট করছে। তার মধ্যে অন্যতম হলো সমকামিতা। অর্থাৎ আমি বিস্তারিত বলছি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কোনো বিষয়টিকে হাইলাইট করেছি। আসলেই অন্ধভক্তদের বোঝা উচিত যে, সব কিছু অন্ধভাবে বিশ্বাস করতে নেই।