আপনাদের যেহেতু পাহাড়ি এলাকা, এজন্য সবুজ বিষধর সাপগুলো বেশি মনে হয় দেখতে পাওয়া যায়। আর ভার্সিটিতে এরকম সাপের উপদ্রব হলে তো রিস্কি। যাইহোক সেদিন আপনার পায়ের নিচে থেকে উনি যদি সাপটি সঠিক সময় না বের করতেন কি যে হতো। এই সাপ আসলে রিস্কি একটা ব্যাপার,আমারও ভীষণ ভয় লাগে ।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
আমার তো দেখলেই ভয় লাগে।