এইটা আসলেই একটা কষ্টের ব্যাপার,মান অভিমানের ঝুলি নিয়ে বসলে তখন আর কিছু হবেনা।সময়ের কাজ সময়ে করতে হয়।তবে বিচ্ছেদ ঘটার চান্স আছে এমন সম্পর্ক তৈরি না করা ভালো।আমার সম্পর্ক নিয়ে যেটা মনে হয় বিচ্ছেদ এবং খুচরা সম্পর্ক তৈরি বর্তমান ট্রেন্ড।সবাই করছে ওই দেখাদেখি করে যাচ্ছে লোকজন একই কাজ।এছাড়া দেখিনা বর্তমান সত্যিকারের ভালবাসা।