You are viewing a single comment's thread from:
RE: বর্ষার দিনে গ্রামের হাটে ভয়ঙ্কর এক ঘটনা প্রতক্ষ্য করা
একদম ঠিক বলেছেন দাদা,ছোটবেলায় ঘটা অনেক তুচ্ছ ঘটনা মনে থাকে কখনও আবার অনকে গুরুত্তপূর্ণ ঘটনা মন থেকে হারিয়ে যায়।আমার ক্ষেত্রেও এটা দেখেছি আমি।আপনি নিজেই তো বাচ্চা ছিলেন,আর সেই সময়ের ঘটনা আপনার এখনও মনে আছে।আর এটা অবশ্য একটু সিরিয়াস ঘটনা ছিল,এজন্যই ভুলতে পারেননি।সেদিনের বেদে বাচ্চা মেয়েটি কাদায় পড়ে গিয়েছিল আর একটি বাচ্চাসহ এটা এখনও ভুলতে পারেননি।আপনি তখন আপনার বাবার ধমক খেয়ে থেমে গেলেও আপনার নিষ্পাপ মন চেয়েছিল তাদের সাহায্য করতে।নিজে তখন সাহায্য করার মতো বয়সে থাকলে ঠিকই সাহায্য করতেন হয়তো।তবে একটা বিষয় আমড়া মাখা আর বুট মাখা খাওয়ার বয়স থেকেই মানুষের মধ্যে এতো মায়া যার কাজ করতে পারে,,,সে তো নিসন্দেহে একজন প্রকৃত মানুষ হবেন এটাই আমার মনে হয়েছে পোস্টটি পড়ে।ভালো লেগেছে অনেক লেখাটি।ধন্যবাদ দাদা চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।