ঠিকই বলেছেন আপু,বড় হয়ে যাওয়ার পর বন্ধু কমে গিয়েছে।অনেকের সাথে দুরত্ব বেড়ে গিয়েছে।আর হ্যা এটা কিন্তু ঠিক বলেছেন একদম, চাঁদ রাতেই বেশি মজা হয় সবার বাড়িতে মেহেদী দেওয়ার ব্যপার থাকে। নুয়াইরার হাতে মেহেদি পড়তে ভালো লাগে তাই সব পাশেই নিয়েছে।ছোটবেলা তো আমরাও তাই করেছি হাহা।আপনি বেশ ভালো ডিজাইন করে মেহেদী দিতে পারেন আপু।আপনার হাতের ডিজাইন এবং বাবুর হাতের ডিজাইন দেখতে চমৎকার ছিল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।