আপনি যেখানে ছিলেন সেখান থেকে দুর্গাপুর ব্যারেজ টি ১০ কিলোমিটার দূরে।তাই অনেকটা পথ অতিক্রম করে আপনাকে সেখানে যেতে হয়েছিল।সেখানে গিয়ে পার্কে আগে ঢুকলেন।ব্যারাজের কাজ চলাই বন্ধ ছিল।অবশেষে দমোদর নদ দেখতে গেলেন বালির মধ্যে দিয়ে হেঁটে।যেহেতু গরম বালি ছিল,তাই বেশিক্ষণ থাকতে না পেরে চলে এসেছিলেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
বালি বেশ ভালোই গরম ছিলো।