এটা কিন্তু ঠিক বলেছেন ভাইয়া প্ল্যান অনুযায়ী কোনো কাজই করা হয়ে ওঠেনা। ফুলপুকুরিয়া পার্কে প্ল্যান ছাড়া যেয়েও বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা। একেতে বিদ্যুৎ থাকবেনা আবার মটর নষ্ট বেশ ঝামেলায় তো পরেছিলেন তাহলে।বিদ্যুৎ ছাড়া এখন চলা দায় বলা যায়।প্রেমিক যুগলের ভয়ে দুপুরে যেয়েও একই ঘটনা হাহা।আপনারা চারজন তিনঘন্টা ছিলেন পার্কে তারপর চলে এসেছিলেন কারণ কোনো রেস্টুরেন্ট ছিলনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আমাদের মাঝে।
আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য।