পেইন্টিং||চাঁদ রাতের প্রকৃতি||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি পেইন্টিং পোস্ট নিয়ে। চাঁদ রাতের প্রকৃতির পেইন্টিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।পেইন্টিং পোস্টগুলো দেখতে খুবই সুন্দর লাগে।আমি এই বিষয়ে খুবই অদক্ষ তারপরেও পোস্টে ভিন্নতা আনতে মাঝে মাঝে পেইন্টিং পোস্ট নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের মাঝে।কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আজকের পেইন্টিংটি আমি যেভাবে করেছি নিম্নে প্রতিটি ধাপ বর্ণনা করার চেষ্টা করছি।


❤️ চাঁদ রাতের প্রকৃতি ❤️

GridArt_20231118_131055176.jpg


উপকরণসমূহ-

  • কাগজ
  • পোস্টার রঙ
  • তুলি

IMG20231118122123.jpg

ধাপ-১

প্রথমে নীল রঙ দিয়ে পুরো পেইজ রঙ করে নিয়েছি।

GridArt_20231118_130937700.jpg

ধাপ-২

তারপর কালো রঙ দিয়ে কুড়ে ঘর এবং চাঁদ এঁকে নিয়েছি।

GridArt_20231118_131008841.jpg

ধাপ-৩

এবার গাছ এবং নিচের বাকি অংশের রঙ করে নিয়েছি।

GridArt_20231118_131034843.jpg

ধাপ-৪

আমার চাঁদ রাতের প্রকৃতির পেইন্টিং সম্পন্ন করে নিয়েছি।

GridArt_20231118_131055176.jpg

পেইন্টিংটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং আর্টিস্ট@rahnumanurdisha
লোকেশননিজ বাসস্থান ,সুলতানপুর,রাজবাড়ী
আজকের মতো এখানেই শেষ করছি।আমার শেয়ার করা পেইন্টিংটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোনো পেইন্টিং নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

একদম জোস্ন্যা রাত মনে হচ্ছে। কালার কম্বিনেশন দারুন হয়েছে। ছবিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।রাতের সৌন্দর্য দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

রাতের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য দেখে ভীষণ ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই আর্ট করেছেন এবং উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

আপনার তৈরি করা পেন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের পেইন্টিং করতে হলে অনেক ধৈর্যের ব্যাপার। রাতের দৃশ্য সব সময় আমাকে আকৃষ্ট করে। আপনার পেইন্টিং এর মাধ্যমে রাতের সৌন্দর্য ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনার এতো সুন্দর একটা চাঁদ রাতের দৃশ্য অঙ্কন দেখে মুগ্ধ হলাম। আপনি দারুণ ভাবে চাঁদ রাতের দৃশ্য টি অঙ্কন করেছেন।চাঁদ রাতের দৃশ্য চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনি পোস্ট এর ভিন্নতা আনার জন্য অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। চাঁদ রাতের প্রকৃতি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দেখতে ভুতের বাড়ির মতো লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

হাহাহা,ভূতের বাড়ি তো ছিল ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 last year 

চাঁদনী রাতে সুন্দর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই অসাধারণ আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কার্যক্রমে বিশেষ বিশেষ পর্যায়ে গুলো ফটোগ্রাফি করে দেখানোর চেষ্টা করেছেন। আর অংকন করার সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আর এ থেকে সুন্দর একটি আর্ট এর ধারণা পেয়ে গেলাম।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

চাঁদ রাতের প্রকৃতি অসাধারণ হয়েছে দেখে অনেক ভালো লাগছে আমার। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

কোন কাজে একটা মানুষ অদক্ষ, এই বিষয়টা আমি মনে করি না। আমি মনে করি সব কাজেই মানুষের দক্ষতা রয়েছে। একটা মানুষ যদি নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করে, তাহলে সে অবশ্যই ওই কাজে সফল হবে। তেমনটা আমি আপনার ক্ষেত্রেও মনে করি। আপনি পোস্টে ভিন্নতা আনার জন্য পেইন্টিং করেন মাঝে মাঝে। আপনি যদি একটু সময় দিয়ে নিজের চেষ্টায় কাজগুলো করেন, তাহলে এটার প্রতি দক্ষ অনেক বেশি চলে আসবে। আপনার এই পেইন্টিংটা অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে।

 last year 

জি আপু একদম ঠিক বলেছেন আপনি।আপনার থেকে উৎসাহমূলক মন্তব্য পেলে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আমিও প্রথমে এই কাজ পারতাম না। অদক্ষ ছিলাম কিন্তু হাজারো চেষ্টা অনুপ্রেরণায় আমি সকল কাজে পারদর্শী হতে পারতেছি। শুধুমাত্র ইউজারদের অনুপ্রেরণায়। প্রতিটা মানুষের ভিতর দক্ষতা থাকে কিন্তু তা আমাদের সাহস করে দেখাতে হবে এবং একটা সময় আমরা সেই কাজে পারদর্শী হতে পারব। যদি চেষ্টা থাকে আমাদের ভিতরে অধিক।আজকে আপনি দারুণ দক্ষতায় চাঁদ রাতের প্রকৃতির পেইন্টিং করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো ঘর গুলি কি দারুন ভাবে আপনি পেইন্টিং করেছেন । প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপু ধাপ গুলি লেখাগুলো খুবই সংক্ষেপ হয়ে গেছে একটু বাড়িয়ে লেখার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এতো সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67