রঙ্গন ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ রঙ্গন ফুল❤️

আজকে আপনাদের সাথে রঙ্গন ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।রঙ্গন ফুল দেখতে অনেক সুন্দর লাগে কারণ কয়েক রঙের রঙ্গন ফুল হয়ে থাকে।এর মধ্যে লাল,মিষ্টি,কমলা রঙের রঙ্গন ফুল গুলো আমাদের আশেপাশে বেশি দেখতে পাওয়া যায়।আজকে আমি লাল রঙের রঙ্গন ফুল নিয়ে হাজির হয়েছি।এই ফুল গুলো দেখতে অনেকটা গুচ্ছাকারে থাকে আর বেশ বড়।ফুলগুলোর যদিও ঘ্রাণ নেই তবে গাছে দেখতে ভীষণ সুন্দর লাগে।এই ফুলগুলো আমি গ্রামের বাড়ি থেকে ফটোগ্রাফি করেছিলাম।


আমাদের বাড়িতে এই ফুল গাছ গুলো লাগিয়েছে আমার দাদী।আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার নিজের দাদা দাদী মারা গেছেন।তবে যিনি ফুল গাছ লাগিয়েছেন তিনি আমার চার নম্বর দাদী আরকি ।আমার দাদারা মোট পাঁচ ভাই সবাই একই বাড়িতেই থাকে এজন্যই মূলত ফটোগ্রাফি গুলো করতে পেরেছিলাম।তিনি আবার বেশ সৌখিন মানুষ ।এখনো ফুল গাছ লাগান এবং পরিচর্যা করেন।বাড়িতে কেউ থাকেনা সারাদিন গাছপালা পরিচর্যায় করেন বলা যায়।। তো বন্ধুরা আজকে যেহেতু শুধুমাত্র রঙ্গন ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সংগ্রহ।


IMG20240615101316.jpg


Divice:Realme 5i
Location


IMG20240615101213.jpg


Divice:Realme 5i
Location


IMG20240615101218.jpg


Divice:Realme 5i
Location


IMG20240615101223.jpg


Divice:Realme 5i
Location


IMG20240615101308.jpg


Divice:Realme 5i
Location


IMG20240615101320.jpg


Divice:Realme 5i
Location


IMG20240615101325.jpg


Divice:Realme 5i
Location


IMG20240615101336.jpg


Divice:Realme 5i
Location



ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনঝিনাইদহ

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-25th June,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 10 days ago 

আপু আপনার দাদীর হাতে লাগানো খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। রঙ্গন ফুল আমার কাছে অনেক ভালো লাগে। বাড়ির উঠোনের কোনায় যদি এমন সুন্দর একটি রঙ্গন ফুলের গাছ থাকে তাহলে বাড়ির সৌন্দর্য আরো বেড়ে যায়। আপনি রঙ্গন ফুলকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার ফটোগ্রাফি টা খুব সুন্দর হয়েছে। একসাথে অনেকগুলো ফুল ফুটে থাকে বলে রঙ্গন ফুল গুলো আমার কাছে এত বেশি ভালো লাগে। এই ফুলের আবার বিভিন্ন প্রজাতি রয়েছে। সবগুলো কালারই দেখতে খুব সুন্দর। ধন্যবাদ আপু এত চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 days ago 

জি ফুল বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়,ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

রঙ্গন ফুল আমাদের সকলের নিকট একটি পরিচিত ফুল। আপনি দেখছি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে বেশ কয়েকটি রঙন ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন । বেশ ভালো লাগলো আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী।

 10 days ago 

ভালো লেগেছে আপনার জেনে খুশি হলাম।

 10 days ago 

বাহ্ অনেক সুন্দর ছিল আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফিগুলো। প্রতিটি ফুল যেন আমার কাছে জীবন্ত মনে হয়েছে। আপনি বেশ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের কে মুগ্ধ করে দিলেন। ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 10 days ago 

আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফি পোস্টটি আমার কাছে বেশ দারুন লেগেছে। আপনি অনেক সুন্দর করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে প্রতিটি জিনিসের একটি আর্ট থাকে। আর সেই আর্ট কে কাজে লাগিয়ে আপনি আপনার ফটোগ্রাফিগুলো করেছেন।

 10 days ago (edited)

ধন্যবাদ আপু ।

 10 days ago 

বাহ আপনার দাদী তো বেশ সুন্দর ফুলের বাগান করেন তাহলে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর আপু। দেখে বোঝা যাচ্ছে ফুল গাছে তো অনেক বেশি যত্ন করেন। যেহেতু আপনার দাদীর বয়স হয়েছে গাছপালা লাগাতে অনেক বেশি পছন্দ করেন। একদম ঠিক বলছেন যারা সৌখিন মনের মানুষ তারা ফুলের বাগান করতে পছন্দ করেন। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর লেগেছে দেখে।

 10 days ago 

জি আপু দাদী করেছে এই বাগান ধন্যবাদ।

 10 days ago 

এটা একদম ঠিক বলেছেন আপু রঙ্গন ফুল দেখতে অনেক সুন্দর। এই রঙ্গন ফুলগুলো যখন ফুটে থাকে তখন দেখতে বেশি ভালো লাগে। আর আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফিগুলো করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 10 days ago 

হ্যা গাছে ফুটে থাকলে দেখতে আসলেই ভালো লাগে।

 10 days ago 

রঙ্গন ফুল আমারও খুব প্রিয় আমার ফুল বাগানে ও দুই কালারের রঙ্গন সুন্দর হয়েছে একটি লাল এবং অপরটি হলুদ।
আপনি রঙ্গন ফুলের দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 10 days ago 

জি ভাইয়া ঠিক বলেছেন,ধন্যবাদ।

 10 days ago 

রঙ্গন ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। রঙ্গন ফুল অনেক কালারের হয়ে থাকে। তবে আমার কাছে লাল এবং হলুদ কালারের রঙ্গন ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। আপনার দাদি ফুলের গাছগুলো লাগিয়েছেন জেনে খুবই ভালো লাগলো।

 10 days ago 

আমারও লাল রঙের টা বেশি পছন্দের আপু

 10 days ago (edited)

রঙ্গন ফুল গুলো থোকা থোকা হয় যার কারণে দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আরো বেশি ভালো লাগে এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে বলে। আপনি বিভিন্ন দিক থেকে অনেক সুন্দর ভাবে রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু ধন্যবাদ।

 10 days ago 

জি আপু থোকা হওয়ার কারণেই ভালো লাগে দেখতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15