ডাই প্রজেক্ট||গাছের ডালে টিয়া পাখির অরিগামি ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ-১৭ই,বৈশাখ||১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল||


❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ আছি।প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।গত তিনদিন ওয়াইফাই এবং কারেন্ট ঠিকমতো না থাকার কারণে বেশ সমস্যায় পড়তে হয়েছিল।তারপরেও মোবাইল ডাটা ব্যবহার করে পোস্ট কন্টিনিউ করেছিলাম,তেমন একটা কমেন্ট করতে পারিনি।সব মিলিয়ে অনেকটা অস্বস্তিকর অবস্থাতে কাটাতে হয়েছে।আজকে সন্ধ্যা থেকে ওয়াইফাই লাইন ঠিকঠাক সার্ভিস দিচ্ছে।তো চলুন আমার আজকের পোস্টের বিষয় সম্পর্কে জানা যাক।আজকে আমি টিয়া পাখির অরিগামি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।আর পোস্টে ভিন্নতা আনতে এবং নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য এসকল ডাই প্রজেক্টের জুড়ি নেই।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্টটি।আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

গাছের ডালে টিয়া পাখি

IMG20230430181951.jpg

উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • কেচি
  • মার্কার

ধাপ-১

প্রথমে রঙিন কাগজটি চতুর্ভুজ আকারের করে কেটে নিয়েছি।এজন্য ভাজ করে নিয়েছি নিচের ছবির মতো করে।তারপর কাগজ কেটে নিয়েছি কেচির সাহায্যে।

IMG20230429114833.jpg

IMG20230429114942.jpg

IMG20230429120211.jpg

ধাপ-২

এবার কাগজের দুই পাশ দিয়ে ত্রিভুজাকৃতির ভাজ করে নিব।তারপর মাঝ বরাবর ভাজ করে নিব।

IMG20230429120522.jpg

IMG20230429120649.jpg

IMG20230429120737.jpg

ধাপ-৩

তারপর উপরের অংশ ভাজ করে নিব ছবির মতো করে দুই পাশেই।উপরের বাড়তি অংশ ভাজ করে নিব ছবির মতো করে।

IMG20230429120902.jpg

IMG20230429121000.jpg

IMG20230429121043.jpg

ধাপ-৪

এবার ভাজগুলো খুলে নিব।আবার ত্রিভুজাকৃতির ভাজ দিয়ে কেচির সাহায্যে ছবির মতো করে কেটে নিব।

IMG20230429121112.jpg

IMG20230429121221.jpg

IMG20230429121356.jpg

IMG20230429121807.jpg

ধাপ-৫

এবার ছবির মতো করে ভাজ করে নিব।দুই পাশের অংশ ছবির মতো করে ভাজ করে নিব।

IMG20230429122019.jpg

IMG20230429122225.jpg

IMG20230429122358.jpg

IMG20230429122700.jpg

IMG20230429123004.jpg

IMG20230429123009.jpg

ধাপ-৬

এবার ভাজ দিয়ে নিব ছবির মতো করে।পাখনা করে নিব এবং ভাজ দিয়ে পাখি তৈরির ধাপ সম্পন্ন করবো।আমি একইভাবে আরও একটি টিয়া পাখি তৈরি করে নিয়েছিলাম।তারপর পা,চোখ এবং ঠোঁটের অংশ মার্কার পেন এর সাহায্যে এঁকে নিব।

IMG20230429123220.jpg

IMG20230429123229.jpg

IMG20230429123758.jpg

IMG20230429125019.jpg

GridArt_20230430_212917684.jpg

ধাপ-৭

আমার টিয়া পাখিরা একটু গাছের ডালে বসে বৃষ্টি শেষের বিকেল উপভোগ করছে।

IMG20230430182215.jpg

IMG20230430182206.jpg

IMG20230430182101.jpg

IMG20230430181951.jpg

IMG20230430181836.jpg

IMG20230430181929.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 years ago 

আপু আপনার বানানো রঙিন কাগজের টিয়া পাখি দেখে আমার খুব ভালো লেগেছে।রঙিন কাগজ দিয়ে বানানো সবকিছুই আসলে ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে টিয়াপাখি বানানোর ধাপগুলো শেয়ার করলেন।অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago (edited)

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন নেটের আমলে ওয়াইফাই ঠিক মতন কাজ না করলে তখন আর বিরক্তির শেষ থাকে না ।আমারও আজকে বিকেল থেকে ওয়াইফাই খুব ডিস্টার্ব করছে। রঙিন কাগজ দিয়ে টিয়া পাখির অরিগামটা কিন্তু অনেক সুন্দর বানিয়েছেন আপু। আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে কত সুন্দর গাছের দলে বসে আছে।

 2 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন আপনি।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ডাইপ্রজেক্ট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। গাছের ডালে টিয়া পাখি অরিগামি টা দেখে আমি মুগ্ধ হলাম খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার তৈরি করা টিয়া পাখি গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর গাছের ডালে এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখতে বেশ সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে এই টিয়া পাখি তৈরির পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার ভালো লেগেছে আমার উপস্থাপনা জেনে খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাহাহা এটা কিন্তু খুবই চমৎকার ছিল, প্রেজেন্টেশন করার ধরনটা কিন্তু খুবই চমৎকার। সুন্দরভাবে টিয়া পাখি তৈরি করলেন আবার সেটাকে গাছের ডালে বসিয়ে দিলেন আইডিয়াটা খুবই চমৎকার।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপু বর্তমান ঝড় বৃষ্টির কারণে কারেন্টের সমস্যা মনে হয় অনেকেরই হচ্ছে ।তারপরেও আপনি আপনার কাজ চালিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো । আপনার আজকের রঙিন কাগজ দিয়ে তৈরি ডাই আমার কাছে খুবই চমৎকার লেগেছে। প্রথম দেখায় সবুজ কালারের টিয়া পাখিটি দেখে আমি তো সত্যিকারের টিয়া পাখি ভেবে ছিলাম। খুবই চমৎকার বানিয়েছেন আপনি ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আমার ডাইটি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বর্তমান সময়ে কারেন্ট বেশি বিরক্তি করেং ফেলছে সেই সাথে ওয়াইফাই চলে গেছে তাও দুই দিক থেকে অনেক বিরক্তিকর সময় পার করেছেন।রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে টিয়া পাখির অরিগ্যামি তৈরি করেছেন অসাধারণ হয়েছে। এত ব্যস্ত সময়ের মধ্যেও দারুণ একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন,এটা বিরক্তির একটু বিষয়।ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে সুন্দর দেখা যায়। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করেছেন। টিয়া পাখি গুলো দেখতে সত্যি কারের টিয়া পাখির মতো লাগছে। প্রথমে তো আমি ভেবেছিলাম সত্যি টিয়া পাখি গাছের ডালে বসে আছে। পরে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করেছেন। গাছের ডালে টিয়া পাখির অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যাতে সবাই ভাবে সত্যি টিয়া পাখি,তাই এই প্রচেষ্টা।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে সত্যি কথা বলতে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা দেখলে মনটা যেন আনন্দে ভরে ওঠে। তেমনি আপনি আজ আমাদের মাঝে গাছের ডালে টিয়া পাখির অরিগামি তৈরি করেছেন প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত তৈরি করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67