জীবনে স্পষ্টতা জরুরি

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

business-6827797_1280.png

ছবির উৎস

স্পষ্টতা খুবই জরুরি একটি বিষয়।যেই ব্যক্তি জীবনে যত বেশি স্পষ্টতা ধারণ করে সেই ব্যক্তি তত বেশি সফল।আমরা অনেকেই আছি যারা বেশিরভাগ ক্ষেত্রে কনফিউজড থাকে যার ফলে কোনটা করব আর কোনটা করব না এটা ভাবতে ভাবতেই সময় শেষ করে ফেলি।আপনি যদি নিজের দিক থেকে স্পষ্ট না থাকেন তাহলে আপনি যা চান কিভাবেই বা পাবেন।সৃষ্টিকর্তার কাছে মন থেকে কিছু চাইলে তিনি দিয়ে দেন।কিন্তু বর্তমান আমরা আসলে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারিনা আমরা কি চাই? চাওয়ার উপর আমাদের স্পষ্টতা খুবই জরুরি একটি বিষয়।

মনে করুন একজন স্টুডেন্ট যিনি ডাক্তার হতে চাই।অথচ তার বাবা চাই ইঞ্জিনিয়ার বানাবে তাকে।আর তার মা চাই বিজনেসম্যান করবে ছেলেকে।এদিকে সেই স্টুডেন্ট একজন খেলোয়াড় হতে চান।যেহেতু স্টুডেন্ট টি তার বাবা মায়ের যেকোনো একটি পরামর্শে নিজের ক্যারিয়ার গড়ে থাকেন।এতে করে তিনি আত্মার শান্তি পান না।তাকে নানা ভাবে ইনফ্লুয়েন্স করা হয় তার বাবা মা তার জন্য সেরাটা চয়েজ করেছেন।একজন স্টুডেন্ট এর সক্ষমতা শুধুমাত্র সেই জানে।তাই তাকে নিজের ক্যারিয়ার পাথ নিজেকেই চুজ করতে হবে।

এবার আসা যাক কনফিউশন নিয়ে।আমি নিজে প্রচুর কনফিউশনে ভুগি।এর ফলে আমি যে কি চাই সেটাই আমি কখনো কখনো নির্ধারণ করতে পারিনা। যার জন্য স্থিরতা নেই আমার।আর স্থিরতা বড্ড জরুরি একটি বিষয়।স্থিরতা ছাড়া আপনি সঠিক পথে অগ্রসর কখনোই হতে পারবেন না।আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার মন কি চাই?আপনি যদি অবচেতন মনের কথা শুনে কাজটি করেন তাহলে দেখবেন এটি আপনার পক্ষেই হবে।পুরো দুনিয়ার মানুষের কথা যদি আপনি মাথায় নিয়ে আসতে যান তাহলে আপনার জীবনে কখনোই স্পষ্টতা আসবেনা।

সেদিন কলেজ যাওয়ার ঘটনাটি থেকে আপনাদের বোঝাই চলুন স্পষ্টতা কতটা জরুরি।আমি যেহেতু সেদিন ১০ টার ট্রেনে রাজবাড়ী গিয়েছিলাম।আমার উদ্দেশ্য ছিল বই কেনার পর একটু পুকুর পাড়ে গিয়ে বসবো।কলেজের ওই জায়গাটি নিরিবিলি হওয়ায় আমার বেশ ভালো লাগে।তাই কলেজে একা গেলেই বসে থাকি বন্ধু বান্ধবদের বলিনা যে আসব।তো সেদিন ট্রেন রাজবাড়ী পৌঁছায় ১০ টা ৫৫ এর দিকে।তার মানে অনেকটা লেইট।এই ধরুন ৩৫-৪০ মিনিট লেইট।আমাদের এই রুটে একটা বিষয় দেখি যেদিন একটি ট্রেন লেইট করে সেদিন সবগুলোই লেইট করে।এদিকে পৌঁছানোর পর আমার বইগুলো কিনতে মোটামুটি ১১ টা বেজে গেল।কিন্তু ট্রেন টাইম ছিল ১১ টা।এখন যদি কলেজ যেতে যায় তাহলে আমার ট্রেন মিস করার সম্ভবনা রয়েছে।

কিন্তু আমি তো ট্রেনেও যাব আবার কলেজও যাব।যেহেতু বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি।আমার দুইটি কাজই সম্পন্ন করতে হবে।তারপর যাব কি না ভাবতে ভাবতে কলেজ রোড এ অপেক্ষা করলাম।এতে আমার ২০ মিনিট মত চলে গেল শুধু কনফিউশন কাটাতে।তারপর প্রথম গেইট বন্ধ দেখে দ্বিতীয় গেইট দিয়ে গেলাম এখানেও কিছুটা দেরি হলো।তারপর আমি পুকুর পাড় ঘুরে স্টেশন পৌছালাম তখন দেখলাম ট্রেন আসলো।অর্থাৎ এই ট্রেন টি ৪০ মিনিট লেইট ছিল।আমি যদি এইভাবে রাস্তায় ২০-২৫ মিনিট সময় অপচয় না করতাম তাহলে আরো কিছুক্ষণ সময় কাটানো সম্ভব হতো আমার। এজন্যই উপলব্ধি করলাম সবসময় কনফিউশন কতোটা সময় নষ্ট করে আমাদের।এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যা করার সেটা স্পষ্টতার সাথেই করব।কেননা এইটা খুবই জরুরি জীবনে।স্পষ্টতা আমাদের জীবনের লক্ষ্য গুলো অর্জন করতে ব্যাপক ভূমিকা রাখে।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ দুই বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -2nd November,2024


Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 71174.86
ETH 2484.37
USDT 1.00
SBD 2.42