ফুলের নকশা আর্ট।

in আমার বাংলা ব্লগ4 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

২ রা অগ্রহায়ন ১৪৩১

১৭নভেম্বর ২০২৪


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

462564847_478870235208107_5581065853050627385_n.jpg

অনেক দিন পর কালার জল রং নিয়ে বসলাম।যদিও আজকে এত ভালো হয়নি তারপরও আপনাদের সাথে শেয়ার করা।আসলে আজকে মেয়ে বেশ কান্না করছিলো তাই ওর কান্না থামানোর জন্য ওকে দিয়েছিলাম খেলার জন্য।ছোট মানুষ তো কালারিং দেখলে বেশ মজা পাবে তাই।আর মনে মনে ভাবলাম আজকে আমিও আকিঁ।কিন্তু মেয়ের কাছ থেকে নিতেই পারছিলাম না আর ওর সামনে তো ভুলেও আঁকাআকি করা যায় না,হয়তো কলম / পেন্সিল কিংবা রং টান দিয়ে নিয়ে যায় আর না হয় খাতা নিয়ে যায় আর না হয় টেবিলের উপর বসে থাকে। তাই ঘুমানোর পর তাড়াতাড়ি আঁকলাম
।আসলে ওর ঘুম ও অনেক কম।দশ/ পনেরো মিনিটের বেশি ঘুমায় না।যাই হোক চলুন যাওয়া যাক মূল আয়োজনে।

462545752_1218800879223354_5937024771262861399_n.jpg

এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ

462553534_865558085417827_8336275492623193270_n.jpg

উপকরণঃ
🔺 খাতা 🔺কালার পেন
প্রস্তুত প্রণালী


১ম ধাপ

462550278_1243703240220144_3882645026622106564_n.jpg

প্রথমে জামার গলার মত করে নিয়েছি।

২য় ধাপ

462559510_1696568277867893_1897750969528660322_n.jpg

ছোট ছোট পাতা এঁকে নিয়েছি।

৩য় ধাপ

462561793_947296697307340_3410977651843554987_n.jpg

লতার মতো এঁকে নিয়েছি

৪র্থ ধাপ

462561999_1100964194887877_4140688769843675953_n.jpg

কিছু পাতা এঁকে নিয়েছি

৫ম ধাপ

462562707_1011153517690892_196038855349760150_n.jpg

আরো এঁকে নিয়েছি

৬ষ্ঠ ধাপ

462569626_1123581269543732_4800735281821097539_n.jpg

৭ম ধাপ

462556750_912542023808854_4646407858925321996_n.jpg

462559677_1458292171516340_3319760414679211572_n.jpg

নাম লিখে নিচ্ছি।

462545752_1218800879223354_5937024771262861399_n.jpg

আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy design

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।


Sort:  
 4 days ago 

আপনার ফুলের আর্ট দেখে খুব ভালো লাগলো। অসাধারণ আপু সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার ফুলের আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ চমৎকার ফুলের নকশা আর্ট করেছেন আপনি। ফুলের নকশা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে বেশ নিখুঁত হয়েছে। এতো চমৎকার ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 days ago 

আপু আপনার ফুলের নকশা কিন্তু বেশ দারুন ছিল। আপনি খুব সুন্দর করে আজকের নকশা গুলি করেছেন। নকশা করতে বেশ সময়ও লেগেছে। আপনি বেশ সুক্ষভাবে করার চেষ্টা করেছেন। ধন্যবাদ খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

ফুলের নকশা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে আর্ট করেছেন। এই ধরনের নকশাগুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 3 days ago 

আপনি যে ফুলের নকশাটা এঁকেছেন সেটা কিন্তু একটা পাঞ্জাবির উপর ডিজাইন করলে ভীষণ ভালো যাবে। সে ডিজাইন টা ফেব্রিক কালার দিয়েও করা যেতে পারে আবার এমব্রয়ডারি দিয়ে করা যেতে পারে। আপনার বাচ্চা বড় হলে আপনি করতে পারেন। ততদিন আঁকাগুলো যত্ন করে রেখে দিন।

 3 days ago 

পেন দিয়ে কি সুন্দর একটি ফুলের নকশা ডিজাইন করে দিলেন। সবদিক থেকে নকশাটি দুর্দান্ত হয়েছে। ছবি আঁকার দক্ষতা এবং ইচ্ছা না থাকলে এমন ধরনের ছবি আঁকা সম্ভব নয়। সেদিক থেকে দেখতে গেলে এই ছবির মাধ্যমে আপনার ছবি আঁকার দক্ষতার বিষয়টি পরিষ্কার হয়ে গেল। আর আপনার ছবিতে আপনার সৃজনশীল মনের পরিচয় ফুটে উঠেছে।

@tipu curate


artonsteemit1b.jpeg.jpg
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
 2 days ago 

হ্যাঁ আপু ছোট বাচ্চারা থাকলে এরকম করে। আর্ট করতে দেখলে খাতা পেন্সিল কলম এগুলো নিয়ে যায়। আজকে আপনি কালার পেন দিয়ে চমৎকার ফুলের নকশা আর্ট করেছেন। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98085.38
ETH 3350.61
USDT 1.00
SBD 3.03