ফুলের নকশা আর্ট।
আমি @rahimakhatun
from Bangladesh
১৭নভেম্বর ২০২৪
|
---|
অনেক দিন পর কালার জল রং নিয়ে বসলাম।যদিও আজকে এত ভালো হয়নি তারপরও আপনাদের সাথে শেয়ার করা।আসলে আজকে মেয়ে বেশ কান্না করছিলো তাই ওর কান্না থামানোর জন্য ওকে দিয়েছিলাম খেলার জন্য।ছোট মানুষ তো কালারিং দেখলে বেশ মজা পাবে তাই।আর মনে মনে ভাবলাম আজকে আমিও আকিঁ।কিন্তু মেয়ের কাছ থেকে নিতেই পারছিলাম না আর ওর সামনে তো ভুলেও আঁকাআকি করা যায় না,হয়তো কলম / পেন্সিল কিংবা রং টান দিয়ে নিয়ে যায় আর না হয় খাতা নিয়ে যায় আর না হয় টেবিলের উপর বসে থাকে। তাই ঘুমানোর পর তাড়াতাড়ি আঁকলাম
।আসলে ওর ঘুম ও অনেক কম।দশ/ পনেরো মিনিটের বেশি ঘুমায় না।যাই হোক চলুন যাওয়া যাক মূল আয়োজনে।
|
---|
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
প্রথমে জামার গলার মত করে নিয়েছি।
২য় ধাপ |
---|
ছোট ছোট পাতা এঁকে নিয়েছি।
৩য় ধাপ |
---|
লতার মতো এঁকে নিয়েছি
৪র্থ ধাপ |
---|
কিছু পাতা এঁকে নিয়েছি
৫ম ধাপ |
---|
আরো এঁকে নিয়েছি
৬ষ্ঠ ধাপ |
---|
৭ম ধাপ |
---|
নাম লিখে নিচ্ছি।
আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
আপনার ফুলের আর্ট দেখে খুব ভালো লাগলো। অসাধারণ আপু সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার ফুলের আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বেশ চমৎকার ফুলের নকশা আর্ট করেছেন আপনি। ফুলের নকশা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে বেশ নিখুঁত হয়েছে। এতো চমৎকার ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপু আপনার ফুলের নকশা কিন্তু বেশ দারুন ছিল। আপনি খুব সুন্দর করে আজকের নকশা গুলি করেছেন। নকশা করতে বেশ সময়ও লেগেছে। আপনি বেশ সুক্ষভাবে করার চেষ্টা করেছেন। ধন্যবাদ খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।
ফুলের নকশা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে আর্ট করেছেন। এই ধরনের নকশাগুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।
আপনি যে ফুলের নকশাটা এঁকেছেন সেটা কিন্তু একটা পাঞ্জাবির উপর ডিজাইন করলে ভীষণ ভালো যাবে। সে ডিজাইন টা ফেব্রিক কালার দিয়েও করা যেতে পারে আবার এমব্রয়ডারি দিয়ে করা যেতে পারে। আপনার বাচ্চা বড় হলে আপনি করতে পারেন। ততদিন আঁকাগুলো যত্ন করে রেখে দিন।
পেন দিয়ে কি সুন্দর একটি ফুলের নকশা ডিজাইন করে দিলেন। সবদিক থেকে নকশাটি দুর্দান্ত হয়েছে। ছবি আঁকার দক্ষতা এবং ইচ্ছা না থাকলে এমন ধরনের ছবি আঁকা সম্ভব নয়। সেদিক থেকে দেখতে গেলে এই ছবির মাধ্যমে আপনার ছবি আঁকার দক্ষতার বিষয়টি পরিষ্কার হয়ে গেল। আর আপনার ছবিতে আপনার সৃজনশীল মনের পরিচয় ফুটে উঠেছে।
@tipu curate
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
Upvoted 👌 (Mana: 2/6) Get profit votes with @tipU :)
হ্যাঁ আপু ছোট বাচ্চারা থাকলে এরকম করে। আর্ট করতে দেখলে খাতা পেন্সিল কলম এগুলো নিয়ে যায়। আজকে আপনি কালার পেন দিয়ে চমৎকার ফুলের নকশা আর্ট করেছেন। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।