কয়েকটি ফুলের ফোটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ20 hours ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৫ই ফাল্গুন ১৪৩১

--------

২৬ই ফেব্রুয়ারি ২০২৫


481485673_974973781274193_4902557099203267261_n.jpg

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আসলে মন টা বেশি ভালো বেশ কয়েকদিন যাবত, মা বাবা কাছে না থাকলে কেমন জানি লাগে বেশ একা একা লাগে।যদিও কথা হয় তবে সামনাসামনি তো আর দেখা হয় না।বেশ মিস করছি।এটাই রক্তের টান হইতো।যাই হোক ফটোগ্রাফি গুলো করেছিলাম একটা ছোট নার্সারি থেকে।বেশ কিছুদিন আগে হাঁটতে হাঁটতে চোখে পরলো ছোট একটা নার্সারি।বাসার পাশেই। ভিতরে গেলাম।সেখানে গিয়ে দেখি সুন্দর একটা গোলাপ ফুল গাছ।বিশেষ করে গোলাপের কালারটা এত মিষ্টি যা বলে প্রকাশ করা যাবে না।আমার কাছে খুবই ভালো লেগেছে।একেবারে সিঁদুর লাল যাকে বলা হয়।আমার বেশ কিনতে ইচ্ছে হলো।আমি দাম জিজ্ঞেস করলাম।নার্সারি মামা বললো চারশত টাকা নাকি আমি বেশ অবাক একটা ছোট গোলাপ গাছের দাম নাকি এত।আসলে মামা মনে হয় বুঝতে পারছিলো এই গাছটা পছন্দ হয়ছে আমার।তাই এত দাম চাইলো।পরে আমার সাথে দামাদামি করে মিললো না তাই আর নেওয়া হয়নি।তবে ছবি তুলেনিয়েছি।

480522077_1354799079033216_4326984855542935008_n.jpg

এই হচ্ছে গোলাপ ফুল।কালারটা বেশ সুন্দর না। আসলে ছবি থেকেই বেশি সুন্দর। এমন কিছু গোলাপ ফুল বাসার সামনে কিংবা বেলকুনিতে থাকলে আর কি লাগে।ফুলটাও বেশ সুন্দর।

480400495_1980206335802105_8718000567399283121_n.jpg

এই হচ্ছে আরেকটি গোলাপ।এটার ও কালার টা সুন্দর। অনেক সময় তিন চারটা গোলাপের কালার এক গাছে।সেগুলোর দাম আরো বেশি। আসলে আমার বেলকুনিতে রোদ কম পায়,আর ছাদে বানরের জন্য কোন গাছ রাখতে পারি না।

480894227_1830363104393955_6394978819167695001_n.jpg

480395103_1834946947042671_2540346431842703454_n.jpg

গোলাপের কত রকম কালার। হালকা কামলা লাল সংমিশ্রন।আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে যতই বলবো ততই কম হবে।

480513395_1110760247823882_598368158114436795_n.jpg

এই হচ্ছে গোলাপ ফুল।কে না পছন্দ করে।কালার গুলো বেশ সুন্দর। আসলে গোলাপ কে না পছন্দ করে।গোলাপের অনেকগুলো কালার হয়।গোলাপী লাল,হলুদ,মিষ্টি আরো কত কি।আমার কাছে গাঢ় লাল কালারের গোলাপ টা বেশ ভালো লাগে।গোলাপের অনেক জাত রয়েছে।এই কালার টা ও অনেক সুন্দর

479978835_1674598670083157_3022241716149260737_n.jpg

480486059_1133831125192128_8959282558374770938_n.jpg

এই ফুলগুুলোর নাম হচ্ছে জবা ফুল। দেখতে অনেক সুন্দর। এই ফুলটি অনেক কালারের হয়ে থাকে। এবং প্রজাতি ও হয়ে থাকে। আমি এই খানে কয়েকটি কালারের ছবি তোলেছি। এই গাছের উচ্চতা ৮ফিট থেকে ১৬ ফিট হয়ে থাকে। পাতা গুলা সুবজ থাকে। এটি মালভেসি গোত্রের। ১৭৫৩ সালে আর নাম দেওয়া হয় Hibiscus rosa-sinensis .আর অনেক উপকারিতা আছে ।এর ওষুধি গুনাগুন অণেক।

481144134_644434864741545_7487223156744706939_n.jpg

গোলাপের কত রকম কালার। হালকা কামলা লাল সংমিশ্রন।আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে যতই বলবো ততই কম হবে।

যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
linklocation

Sort:  
 18 hours ago 

আজকে যেসব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এগুলো নার্সারি থেকে করেছেন জেনে ভালো লাগলো। আমিও মাঝেমধ্যে নার্সারি থেকে ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে যেসব ফটোগ্রাফি শেয়ার করেছেন সেগুলোর ভিতরে গোলাপি রঙের গোলাপ ফুল এবং সরিষা ফুলের ফটোটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 17 hours ago 

নার্সারি থেকে বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফুল মানেই সুন্দর। ফুলের সৌন্দর্যের কোন তুলনা হয় না। শেয়ার করা ফুল গুলোর মধ্যে গোলাপ ফুল এবং জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি চমৎকার লেগেছে। ফুলের সুন্দর ফটোগ্রাফি সহ বিস্তারিত আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।

 17 hours ago 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে কয়েকটি ফুলের ফোটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি নজর কাড়া এবং সৌন্দর্যে ভরপুর।আমি আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে বেশ অনেকক্ষণ তাকিয়েই ছিলাম চোখ সরাতে পারছিলাম না। আসলে ফুল পবিত্রতা শুভ্রতা ও সৌন্দর্যের প্রতীক। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 16 hours ago 

এক কথায় জাস্ট মনোমুগ্ধকর ছিল আপনার তোলা সবগুলো ফুলের ফটোগ্রাফি। যে ফটোগ্রাফি গুলোর দিক থেকে আমি চোখ ফেরাতেই পারছিলাম না। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দেখতে। বেশি ভালো লেগেছে বিভিন্ন কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে। আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফির প্রশংসা কিন্তু করতেই হচ্ছে।

 16 hours ago 

কয়েকটি ফুলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন প্রতিটা ফুলের সৌন্দর্য অসাধারণ সুন্দর ছিল আপু একদম স্বচ্ছ ভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন। স্বচ্ছ সুন্দর গোলাপের ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

 14 hours ago 

ওয়াও আপনি তো বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। আসলে সবার কাছেই কিন্তু গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগে।আপনি গোলাপ ফুলের সৌন্দর্যটা আজকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 hours ago 

জবা এবং সরিষা ফুলের ছবি ছাড়া প্রতিটি ছবি গোলাপ ফুলের। এবং ভিন্ন ভিন্ন ধরনের গোলাপ ফুলের ছবি শেয়ার করছেন। গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে না। আপনার প্রতিটা ছবি খুব সুন্দর ভাবে যত্ন করে তোলা। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 7 hours ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আপনি আজকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক দারুন ছিল। বিশেষ করে টকটকে লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই রঙের জবা ফুল আগে কখনো দেখা হয়নি। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 7 hours ago 

আসলে গোলাপ ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে আপনার শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.031
BTC 84362.91
ETH 2326.65
USDT 1.00
SBD 0.68