RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১১ (বিবিধ)
(১)বাংলার বারোভূঁইয়াদের সুন্দরবনের কিছু অংশ জুড়ে রাজ্যর মধ্যে ছিল। কথায় আছে বায়ান্ন হাজার পদাতিক সৈন্য ছিল। তারা প্রত্যেকে ঢাল ,তলোয়ার দিয়ে যুদ্ধ করতো। গন্ডারের চামড়া মোটা ছিল বিদায় ঢাল বানানোর রেওয়াজ ছিলো দুনিয়া জুড়ে। সুন্দরবন থেকে গন্ডার বিলুপ্ত হওয়ার এটাই প্রধান কারণ।
(২) আমরা চীনাবাদামকে বাদাম হিসেবে চিনলেও আসলে এটি কোনো বাদাম জাতীয় উদ্ভিদ নয়,এটি শস্য।এর প্রধান কারণ আছে মাটির নিচে হয়। তাই এর নাম গ্রাউন্ড বাদাম অথবা মাঠির বাদাম।
(৩) হাতি।
(৪)বিপ্লবী বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) নাম বাঘা হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র একটি ছোরা দিয়ে একা একা একটি বাঘ হত্যা করতে সক্ষম হয়েছে ,তাই তার নাম বাঘা যতীন নাম রটে যায়।
(৫) একাধিক বার ভারতের আকাশে দেখা গিয়েছে বলে রটনা আছে।
(৬) ইউনিকর্ন।
(৭)সেনতোর অথবা হাইপো জাতির।
(৮)ক্যাপ্টেন হ্যাডক্ ,ইংরেজি প্রফেসর কাথ্বার্ট ক্যালকুলাস ও ফরাসি প্রোফেস্যর ত্রিফোঁ তুর্ন্যসল্ আর জনসন ও রনসন।
(৯)১৫০ জন।
(১০) প্রতি বছর এক ইঞ্চি করে তার অবস্থান থেকে সরে যায়।