You are viewing a single comment's thread from:
RE: এক গুচ্ছ অণুকবিতা "প্রেম-অনুরাগ"
যাঁরা রাত ভালোবাসে
জোৎস্না শুধুই তাঁদের।
যাঁরা আকাশ ভালোবাসে
চাঁদ শুধু তাঁদের।
যাঁরা ঢেউ ভালোবাসে
সমুদ্র শুধুই তাঁদের।
যে আমায় ভালোবাসে
আমি শুধু তারই হৃদয়ের ।
ভাগ্যি দাদা, যারা আপনাকে ভালোবাসে লিখেন নাই তাহলে তো হৃদয় নিয়ে টানাটানি শুরু হয়ে যেত😉😉।যাই হোক অনেক দিন পর অনুকবিতা পরলাম। সব গুলোই বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ