You are viewing a single comment's thread from:
RE: এবিবি- ফান প্রশ্ন-১১৫ || ছেলেদের মতো মেয়েদের মন এতো উদার হয় না কেন?
মেয়েদের মন বুঝতে হলে মেয়েদের মত সুন্দর মন লাগে। কিন্তু ছেলেদের মন বিশাল ঠিক কিন্তু সুন্দর না।ছেলেদের মন আকাশের মত ঠিক , তাই তো আকাশ যেমন ক্ষনে ক্ষনে পরিবর্তন হয় ,এই যেমন কখনো কালো ,কখনো আকাশি আবার কখনো সাদা ঠিক এমনিই করে ছেলেদের মন পরিবর্তন হয়। তাই তো আকাশে যেমন তাঁরা ,নক্ষত্র ,চাঁদ ইত্যাদি থাকে তেমনি ছেলেদের মনে সালেকা ,মালেকা,ফুলবানু ইত্যাদি থাকে। 😜😜বেশি উদার তো তাই কাউকে ছাড়তে চায় না 🤣🤣.স্বপ্ন দেখে আকাশের লক্ষ লক্ষ তাঁরার মত যদি তারাও গার্লফ্রেড থাকতো।
মেয়েদের মুখের মত মনেও মেকআপ করা থাকে তাই কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে বোঝা অসম্ভব।
এই কথা সত্যি, কারণ ছেলেরা চায় সবাইকে সমান ভাবে ভালোবাসতে। তারা কোনো ভেদাভেদ করে না।
এই কথাও সত্যি। তবে তারার মত সুন্দর গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কারণ এখনকার যুগের মেয়েরা সব ময়দা সুন্দরী। তাই এক্ষেত্রে আমাদের কিছুটা হতাশ হয়ে ফিরতে হয়।