আপু আপনার চাচাতো বোনের সাথে বেশ মজা করেই লুডু খেলেছেন। আসলে আমার কাছে অনলাইন লুডু খেলার চেয়ে সরাসরি খেলতেই ভালো লাগে। লুডু খেলতে গেলে হেরে গেলো আবার জিতা না অব্দি খেলতেই মন চায়,আর হ্যা খেলতে খেলতে কখন যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না।পুরোনো দিনের কথা মনে পরে গেলো আপু পোস্ট পড়ে।ধন্যবাদ।
ঠিক বলেছেন আমি অনেক মজা করে এ লুডু খেলেছি। আমার কাছে অনলাইন লুডু ভালো লাগেনা। তাই আমি কখনো খেলিওনি ।লুডু খেলতে হারাজিতা এগুলো কোন ব্যাপার না ।আনন্দটাই হচ্ছে আসল ব্যাপার। আপনার পুরানো দিনের কথা মনে করিয়ে দিতে পেরেছি আমার পোষ্টের মাধ্যমে।